নয়া দিল্লি: সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মধ্য়েই রাজ্য থেকে ভুয়ো সাধু নির্মূল করার অভিযানে নাম তামিলনাড়ু পুলিশ। এর জন্য সাধুদের আঙুলের ছাপ নিবন্ধন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তিরুভান্নামালাই জেলার গিরিভালাম পাথওয়েতে ভক্তদের প্রতারণা করছে একদল দুষ্কৃতী। নিজেদের সাধু বলে পরিচয় দিয়ে তাদের কাছ অর্থ দাবি করা করছে। এই প্রতারণা রুখতেই এই অভিযান শুরু করা হয়েছে।
পুলিশের মতে, এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে তাদের কাছে। অভিযোগে বলা হয়েছে, ভুয়ো সাধুরা ভক্তদের পথ আটকে দাঁড়ায়। তাদের কাছ থেকে ভিক্ষা হিসেবে অর্থ দাবি করে। প্রসঙ্গত, তিরুভান্নামালাই জেলায় অবস্থিত বিখ্যাত অরুণাচলেশ্বর মন্দির। প্রত্যেক পূর্ণিমায় হাজার হাজার ভক্ত এখানে জড়ো হন। পুজো দেন।
তবে, মন্দিরে পৌঁছনোর জন্য ভক্তদের আন্নামালাই পাহাড়ের গা বেয়ে প্রায় প্রায় ১৪ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়। এই পথই গিরিভালাম পাথওয়ে নামে পরিচিত। অন্য কোনও পথে মন্দিরে পৌঁছনোর উপায় নেই। এর সুযোগ নিয়েই শয়ে শয়ে ভন্ড সাধু ভক্তদের রাস্তা আটকে ভিক্ষা দিতে বাধ্য করছে। ভক্তরা প্রায়শই এই নকল সাধুদের পথ আটকে ভিক্ষা চাওয়ার এবং তাদের তার জন্য হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ করেছেন।
তামিল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই হুমকি মোকাবেলা করার জন্যই গিরিভালাম পাথওয়ের সমস্ত সাধুদের কাছ থেকে আঙ্গুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীকালে এই ধরনের অভিযোগ উঠলে সহজেই তাদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা যাবে। অর্থাৎ, তারা সত্যিই সাধু, না, সাধুর আড়ালে কোনও শয়তান তা যাচাই করা যাবে। এর আগে তারা কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিল কিনা, রাজ্যের অপরাধ তথ্য ভান্ডারের সঙ্গে তথ্য মিলিয়েও দেখা যাবে। আর তাই, গিরিভালাম পাথওয়ে ধরে সাধুদের তিরুভান্নামালাই পশ্চিম থানায় নিয়ে এসে তাদের আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করা হচ্ছে।