Engineer Couple: বিয়ের জন্য টাকা চাই! চুরির পথে নামলেন ইঞ্জিনিয়ার যুগল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 15, 2022 | 7:13 PM

Tamil Nadu: ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল যুবক যুবতীর। সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা।

Engineer Couple: বিয়ের জন্য টাকা চাই! চুরির পথে নামলেন ইঞ্জিনিয়ার যুগল
প্রতীকী চিত্র

Follow Us

তামিলনাড়ু: ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল যুবক যুবতীর। সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন। দু’জনই ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। কিন্তু চাকরি পাননি। ইতিমধ্যেই বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছেন। বিয়ের জন্য টাকার প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতে চুরির পথে নেমেছিলেন ওই যুগল। এক বৃদ্ধার বাড়িতে চুরি করতে ঢুকে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরাও পড়েছেন তাঁরা। তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েমবত্তূরে।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক এবং যুবতীর নাম এ দিনেশ কুমার (২৩) এবং ডি সেনবাগাবল্লি (২৪)। ১২ অগস্ট বিকালে তাঁরা আর পেরিয়া রায়াপ্পান (৭৬) নামের এক বৃদ্ধের বাড়িতে ঢোকেন। সে সময় ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধ। রাজাম্মল এলাকায় থাকেন তিনি। সে দিন ওই বৃদ্ধের বাড়িতে ঢুকেই জল খেতে চান তিনি। জল আনতে গেলেই দড়ি দিয়ে বেঁধে ফেলেন ওই বৃদ্ধকে। তার পর তাঁকে নিগ্রহ করে বাড়িতে থাকা নগদ ১৮০০ টাকা এবং ১৮ গ্রাম সোনা চুরি করেন।

সে সময়ই ওই বৃদ্ধের ছেলে কাজ থেকে বাড়িতে চলে আসেন। বাড়ির ভিতর যুগলের ওই কাণ্ড দেখে প্রতিবেশীদের খবর দেন তাঁর ছেলে। তাঁরা এসে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দা। এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এর আগেও একটি চুরি করেছিলেন ওই যুগল। ৪ অগস্ট একই কায়দায় এক বৃদ্ধ যুগলের বাড়িতে চুরি করতে ঢুকেছিল তাঁরা। মুল্লাইনগর থেকে নগদ ২৮ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে ছিলেন। ধরা পড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিয়ের টাকার জন্যই এই কাজ করেছেন বলে জানিয়েছেন তাঁরা।

Next Article