MP Hospitalized: সকাল থেকে শুরু রক্তবমি, ভোটের মুখেই হঠাৎ কীটনাশক খেলেন সাংসদ, অবস্থা সঙ্কটজনক

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 25, 2024 | 8:04 AM

Tamil Nadu MP: এরোদের সাংসদ এ গণেশমূর্তি কীটনাশক খেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে পরিবারের তরফে জানানো হয়, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। মধ্যরাত থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন। ভোরবেলায় তিনি রক্তবমি করতে শুরু করেন।

MP Hospitalized: সকাল থেকে শুরু রক্তবমি, ভোটের মুখেই হঠাৎ কীটনাশক খেলেন সাংসদ, অবস্থা সঙ্কটজনক
সাংসদ এ গণেশমূর্তি।
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: বিষ খেয়ে হাসপাতালে ভর্তি সাংসদ। লোকসভার সাংসদ এ গণেশমূর্তিকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, তিনি কীটনাশক খেয়েছেন। মধ্য়রাত থেকে অসুস্থবোধ করেন। সকাল থেকে বমি ও তার সঙ্গে রক্ত বের হতে শুরু হলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাংসদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলেই খবর।

রবিবারই জানা যায়, তামিলনাড়ুর এরোদের সাংসদ এ গণেশমূর্তি কীটনাশক খেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে পরিবারের তরফে জানানো হয়, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। মধ্যরাত থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন। ভোরবেলায় তিনি রক্তবমি করতে শুরু করেন।

এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেক-আপের পর তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সাংসদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে সাংসদ হঠাৎ কীটনাশক খেলেন, তা এখনও জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দলের সঙ্গে কোনও বিরোধ-মনমালিন্য হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এমডিএমকে দলের নেতা এ গণেশমূর্তি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ডিএমকে-র টিকিটে তামিলনাড়ুর এরোদ কেন্দ্র থেকে প্রার্থী হন এবং নির্বাচনে জয়ীও হন।

সাংসদের বিষ খাওয়ার খবর পেতেই তাঁকে হাসপাতালে দেখতে আসেন এমডিএমকে-র নেতা দুরাই ভাইকো। তিনি জানান, গণেশমূর্তির অবস্থা সঙ্কটজনক। তাঁকে একমো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী এস মুথুস্বামী, বিজেপি বিধায়ক সি সরস্বতী ও এআইএডিএমকে নেতা কেভি রামালিঙ্গমও অসুস্থ সাংসদকে দেখতে হাসপাতালে যান।

Next Article