মুম্বই: জামশেদজি টাটার হাত ধরে পথ চলা শুরু। ১৫৬ বছর পার করেছে টাটা গ্রুপ। জামশেদজি টাটা থেকে রতন টাটা। দেড়শো বছর পার করে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে ‘বিশ্বস্ত’ টাটা গ্রুপ। ২০২১ সালে ইক্যুইটিমাস্টারের করা এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
হিরো, জিন্দল, আরপিজি গ্রুপ-সহ একাধিক কর্পোরেট গ্রুপের উপর এই সমীক্ষা করা হয়। সেখানে যতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, টাটা-ছাড়া অন্য সংস্থাগুলি ‘বিশ্বস্ত’-র নিরিখে সর্বোচ্চ ৫ শতাংশ পেয়েছে। ভারতের নামী নামী ১৭টি কর্পোরেট গ্রুপের উপর এই সমীক্ষা করা হয়। এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ হাজার ২৭৪ জন।
বড় বড় কর্পোরেট সংস্থাগুলি কি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পেরেছে? কোম্পানির দীর্ঘকালীন সাফল্য ও উন্নতিতে এই আস্থা কতটা কাজে লাগে? সেই সমীক্ষাতেই অন্যদের কয়েকগুণ পিছনে ফেলে দেয় টাটা গ্রুপ। বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে সংস্থার উপর বিশ্বাস অনেকটাই নির্ভর করে বলে সমীক্ষায় উঠে আসে।
মোট ভোটের ৬৬.৩ শতাংশ পেয়েছিল টাটা গ্রুপ। ২০১৩ সালে একইরকম সমীক্ষা করা হয়েছিল। সেইসময় টাটা গ্রুপ পেয়েছিল ৩১.৮ শতাংশ ভোট। ফলে কয়েক বছরে টাটা গ্রুপের উপর বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা যে আরও বেড়েছে, এই সমীক্ষায় তা স্পষ্ট হয়ে যায়।
রতন টাটার সময়ে টাটা গ্রুপের বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। প্রথম দফায় ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। সেইসময় টাটা গ্রুপের রাজস্ব বৃদ্ধি ৪০ গুণ হয়েছে। লাভ বাড়ে ৫০ গুণ। তিনি যে বিনিয়োগকারীদের আস্থা করেছিলেন, এই সমীক্ষাই তার প্রমাণ।