IT Survey in BBC Offices: বাজেয়াপ্ত সাংবাদিকদের ফোন-ল্য়াপটপ, বিবিসির অফিসে রাতভর জারি রইল আয়কর বিভাগের সমীক্ষা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 15, 2023 | 6:49 AM

Income Tax: সূত্র মারফত জানা গিয়েছে, বিবিসির অফিসে সমীক্ষা শুরু হওয়ার ৬ ঘণ্টা পরে বিবিসির কর্মীদের অফিস ছাড়ার অনুমতি দেওয়া হয়। যে সমস্ত কর্মীদের বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে, তাদেরও আগে ল্যাপটপ স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে।

IT Survey in BBC Offices: বাজেয়াপ্ত সাংবাদিকদের ফোন-ল্য়াপটপ, বিবিসির অফিসে রাতভর জারি রইল আয়কর বিভাগের সমীক্ষা
বিবিসির অফিসের বাইরে ভিড়। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: রাত পার করেও জারি বিবিসির অফিসে আয়কর বিভাগের সমীক্ষা (Income Tax Survey)। মঙ্গলবার সকালেই বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। শুরু হয় বিবিসির অফিসে উপস্থিত থাকা সমস্ত নথি ও জিনিসপত্র খতিয়ে দেখা। প্রথমে এটিকে আয়কর বিভাগের তল্লাশি অভিযান বলে দাবি করা হলেও, পরে জানানো হয় তল্লাশি নয়, সমীক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতভর জুড়েও জারি থাকে এই সমীক্ষা। বিবিসির একাধিক কর্মীদের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-কে নিয়ে তৈরি বিবিসির একটি তথ্যচিত্র প্রদর্শনী ও সরকারের তরফে তার উপরে নিষেধাজ্ঞা ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই বিবিসির অফিসে আয়কর বিভাগের সমীক্ষা নিয়ে বিতর্কেরও ঝড় উঠেছে।

জানা গিয়েছে, বিবিসির ব্যবসায় বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফার ও লাভের হিসাবে গরমিল সংক্রান্ত তথ্য যাচাই করতেই মঙ্গলবার সকালে বিবিসির অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। সকালেই বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিস সিল করে দেওয়া হয়। দিনভর চলে সমীক্ষা। পরে জানা যায়, গতকাল সারা রাত ধরেই বিবিসির অফিসে সমীক্ষা চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সাংবাদিকের মোবাইল ও ল্যাপটপ।  সূত্রের খবর, আজ দিনভরও সমীক্ষা চলতে পারে। বহু পুরনো নথি খতিয়ে দেখা হচ্ছে। ২০১২ সাল থেকে বিবিসির আর্থিক লেনদেন ও লাভের হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিবিসির অফিসে সমীক্ষা শুরু হওয়ার ৬ ঘণ্টা পরে বিবিসির কর্মীদের অফিস ছাড়ার অনুমতি দেওয়া হয়। যে সমস্ত কর্মীদের বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে, তাদেরও আগে ল্যাপটপ স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ছবি ও ভিডিয়োয় সামনে এসেছে, যেখানে বিবিসির কর্মীদের আয়কর আধিকারিকদের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছে।

অন্যদিকে, বিবিসির তরফেও গতকাল টুইট করে জানানো হয়, নয়া দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বিবিসির তরফে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে বলেই উল্লেখ করা হয়। বিবিসির যে সমস্ত কর্মীরা সেই মুহূর্তে অফিসে ছিলেন না, তাদের অফিসে আসতে বারণ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও যাতে কেউ মন্তব্য না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
Next Article