নয়াদিল্লি: ফের কাছাকাছি আসতে চলেছে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ বছর শেষের দিকে তেলঙ্গানা বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্যে রেখেই জোট বাঁধতে এই দুই দল। রবিবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু দেখা করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন চন্দ্রবাবু নাইডু। প্রায় আধ ঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তেলঙ্গানা বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে জোটের বিষয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠকে তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের জন্য জোটের ব্যাপারে সদর্থক আলোচনা হয়েছে।
চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি অতীতে এনডিএ-র জোটসঙ্গী ছিল। ২০১৪ সালেও এনডিএ-র সঙ্গী ছিলেন নাইডু। কিন্তু ২০১৯ সালে অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে এনডিএ ছেড়ে দেন চন্দ্রবাবু। ২০১৮ সালের মার্চ মাসে বিজেপির পাশ থেকে সরে গিয়েছিলেন তিনি। যদিও সাম্প্রতিক কালে পুরনো জোটসঙ্গী বিজেপির কাছাকাছি টিডিপি আসছে তার আভাস মিলেছে। পোর্ট ব্লেয়ারের পুর নির্বাচনে হাত ধরাধরি করে লড়াই করেছিল টিডিপি ও বিজেপি।
২০২৪ সালের লোকসভা ভোটের আগে নিজের জোটসঙ্গীদের পাশে আনতে কৌশলী অবস্থান নিয়েছে বিজেপি। সূত্রের খবর, টিডিপির ব্যাপারে বিজেপির নরম মনোভাবের প্রকাশ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত মাসে মন কি বাত অনুষ্ঠানে টিডিপির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নাম উল্লেখ করেছিলেন। এনটি রামা রাও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।