জৌনপুর: চার দশকের পুরনো জমি বিতর্ক। আর সেই জমি নিয়ে দ্বন্দ্ব গড়াল খুনোখুনিতে। তরোয়ালের কোপে ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল সতেরো বছরের এক কিশোরের। বুধবার নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জৌনপুরে। ছেলের মৃত্যুতে শোকে পাথর পা ওই কাটা মুন্ডু কোলে নিয়ে বসে থাকলেন ঘণ্টার পর ঘণ্টা।
পুলিশ জানিয়েছে, কবীরুদ্দিন গ্রামে জমি নিয়ে দুই পক্ষের অনেক বছরের পুরনো বিবাদ এখনও চলছে। এদিন সেই বিবাদ হিংসার রূপ নেয়। দুই পক্ষে সংঘর্ষে জড়ায়। সেইসময় বছর সতেরোর অনুরাগ যাদবকে তাড়া করে কয়েকজন। তাদের মধ্যে একজনের হাতে তরোয়াল ছিল। তরোয়াল দিয়ে অনুরাগের গলায় এত জোরে সে কোপ মারে যে মাথা ধড় থেকে আলাদা হয়ে যায়।
দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তরোয়ালের কোপ যে মেরেছে, তাকে এখনও ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সুপার অজয় পাল শর্মা জানান, ৪০-৪৫ বছরের পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এদিনের সংঘর্ষ বাধে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রামবাসীরা জানান, পুত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন অনুরাগের মা। বেশ কয়েক ঘণ্টা পুত্রের কাটা মাথা কোলে নিয়ে বসেছিলেন তিনি।
জৌনপুরের জেলাশাসক দীনেশ চন্দ্র বলেন, “দুই পক্ষের মধ্যে জমি নিয়ে এই বিবাদ অনেক পুরনো। এমনকি, আদালতে এই নিয়ে মামলা চলছে। এই বিবাদ নিয়ে তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়েছি।” দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে তিনি জানান।