পটনা: ফের বিধানসভার অন্দরেই বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। যার জেরে ফের বিরোধীদের নিশানায় তিনি। আসলে, এদিন বিহার বিধানসভায় নীতীশ কুমারের বিরুদ্ধে একটানা স্লোগান দিয়ে যাচ্ছিলেন বিরোধীরা। আর তাতেই মেজাজ হারান নীতীশ। রাজ্যের সংশোধিত সংরক্ষণ আইনকে সংবিধানের নবম তফসিলে রাখার দাবি জানাচ্ছিলেন বিরোধীরা। সেই সঙ্গে, বিহারের জন্য বিশেষ বিভাগের মর্যাদা আনার ক্ষেত্রে ‘ব্যর্থতার’ জন্য নীতীশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। নীতীশ কুমারের জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু, তাতেও শান্ত হয়নি আরজেডি এবং কংগ্রেস। ‘নীতীশ কুমার হায় হায়’ স্লোগান চলতে থাকে। এরপরই ওই ঘটনা ঘটে।
আরজেডি বিধায়ক রেখা দেবীর দিকে আঙ্গুল তুলে নীতীশ বলেন, “আরে মহিলা হো, কুছ জানতি নাহি হো? আরে বোল রাহি হ্যায়, কাহাঁ সে আতে? ইয়ে লোগো নে কাভি মহিলা কো আগে বাড়ায়া থা? বোল রাহি হো? ফালতু। ইসলিয়ে হাম কেহ রহে হ্যায়, চুপ চাপ শুনো। আরে কেয়া হুয়া? শুনোগে না? হাম তো শুনায়েঙ্গে। অগর আপ না শুনিয়েগা, তো আপ লোগো কি গলতি হ্যায়।” (আরে তুমি মহিলা, কিছু জান না নাকি? আরে বলেই যাচ্ছে, কোথা থেকে আসে। এরা কি (বিরোধীরা) কখনও মহিলাদের সামনে এনেছে? যে কথা বলছ? ফালতু। তাই আমরা বলছি, চুপচাপ শোনো। আরে কি হল? শুনবে না? আমি তো শোনাবই। যদি আপনারা না শোনেন, এটা আপনাদের দোষ।)
महिला हो कुछ जानती हो? महिलाओं पर ओछी, गैर वांछित, असभ्य, अशिष्ट एवं निम्नस्तरीय टिप्पणियाँ करना मा॰ मुख्यमंत्री नीतीश कुमार की आदत में शुमार हो चुका है। प्रदेश के लिए यह अत्यधिक गंभीर व चिंतनीय विषय है।
CM ने कुछ दिन पूर्व आदिवासी वर्ग की BJP की महिला MLA पर भी सुंदरता संबंधित… pic.twitter.com/XdTiok7uIU
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 24, 2024
বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে আরজেডি নেতা তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মহিলাদের সম্পর্কে সস্তা, অবাঞ্ছিত, অসভ্য, অভদ্র এবং নিম্ন স্তরের মন্তব্য করা মাননীয় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অভ্যাসে পরিণত হয়েছে। এটা রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয়। কয়েকদিন আগে, মুখ্যমন্ত্রী বিজেপির আদিবাসী শ্রেণির এক মহিলা বিধায়কের সৌন্দর্য নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। আজ, তিনি দুইবারের তফসিলি জাতির মহিলা বিধায়ক রেখা পাসওয়ানকে নিয়ে মন্তব্য করলেন। মাননীয় নীতীশজি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, মধ্যস্থতাকারী, দোভাষী এবং সৃষ্টিকর্তা হয়ে উঠেছেন। তিনি ছাড়া, কেউ কিছু জানেন না।”