Video: অসুস্থ কেসিআর-কে দেখতে হাসপাতালে তেলঙ্গানার নবাগত মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 10, 2023 | 6:47 PM

KCR-Revanth Reddy: বিধানসভা নির্বাচনে পরাজয়ের ক্ষত শুকোয়নি। তার মধ্যেই দিন কয়েক আগে হায়দরাবাদে ফার্ম হাউসে পড়ে গিয়ে কোমরে চোট পান বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। তারপর তাঁকে শহরেরই এক নামজাদা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কেসিআর-এর কোমরে অস্ত্রোপচারের খবর পেয়েই তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছিলেন তেলঙ্গানার নবাগত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

Video: অসুস্থ কেসিআর-কে দেখতে হাসপাতালে তেলঙ্গানার নবাগত মুখ্যমন্ত্রী
প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কে দেখতে হাসপাতালে গেলেন তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
Image Credit source: twitter

Follow Us

হায়দরাবাদ: রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও সৌজন্যতায় খামতি নেই। তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী KCR বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কোমরে অস্ত্রোপচার হয়েছে। রবিবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন তেলঙ্গানার নবাগত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। শুধু দেখতে যাওয়া নয়, কেসিআর-এর চিকিৎসায় প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর হাসপাতালে গিয়ে প্রাক্তনকে চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেওয়া ও দ্রুত আরোগ্য কামনার ভিডিয়ো বর্তমানে ভাইরাল।

 

 

ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কোমরে অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছেন তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখে মাস্ক লাগিয়ে প্রাক্তনের সঙ্গে কথা বলেন তিনি। কেসিআর কেমন রয়েছেন, সে বিষয়ে খোঁজ-খবর নেন রেবন্ত। চিকিৎসকের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পরাজয়ের ক্ষত শুকোয়নি। তার মধ্যেই দিন কয়েক আগে হায়দরাবাদে ফার্ম হাউসে পড়ে গিয়ে কোমরে চোট পান বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। তারপর তাঁকে শহরেরই এক নামজাদা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৬৯ বছর বয়সি রাজনীতিকের কোমরে অস্ত্রোপচার হয়। কেসিআর-এর অস্ত্রোপচারের খবর পেয়েই তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছিলেন তেলঙ্গানার নবাগত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এবার তিনি সশরীরে হাসপাতালে গিয়ে প্রাক্তনের পাশে থাকার আশ্বাস দিলেন। রাজনৈতিক দ্বৈরথের মধ্যেও রেবন্তের এই সৌজন্যতা বর্তমান রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Next Article