হায়দরাবাদ: ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের আচরণবিধি চালু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তীসগঢ় ও মিজোরামে। স্বাভাবিকভাবেই অসামাজিক কার্যকলাপ রুখতে এই সমস্ত রাজ্যের পুলিশও তৎপর হয়ে উঠেছে। এর মধ্যেই রাজ্যের (Telangana) বিভিন্ন প্রান্ত থেকে নগদ ১০ কোটি টাকা, বিপুল পরিমাণ সোনা, রুপো ও মদ উদ্ধার করল তেলঙ্গানা পুলিশ।
পুলিশ জানায়, হায়দরাবাদের বানজারা হিলস, বাসিরবাগ নিজাম কলেজ, পুরনাপুলের বেগমবাজার-সহ শহরের বিভিন্ন এলাকায় গাড়িতে তল্লাশি অভিযান চালিয়েই নগদ ১০ কোটি টাকা, কয়েক কেজি সোনা, কয়েকশো কেজি রুপো এবং বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা, সোনা, রুপো ও মদের নির্দিষ্ট কোনও নথিও মেলেনি। অর্থাৎ কোথা থেকে এগুলি আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এগুলির পিছনে অসৎ উদ্দেশ্য ছিল এবং ভোটের আচরণবিধি-বিরুদ্ধ বলে মনে করছে পুলিশ। তাই বিপুল পরিমাণ টাকা, সোনা, রুপো, মদ আয়কর দফতরের হাতে তুলে দিয়েছে তেলঙ্গানা পুলিশ।
বিভিন্ন গাড়ি থেকে টাকা, সোনা-রুপো উদ্ধারের পাশাপাশি রঘুনাথ যাদব নামে এক রাজনৈতিক নেতার কাছ থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। তিনি প্রেসার কুকারে করে শহরের বিভিন্ন এলাকায় টাকা পাচার করে ভোট কেনার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আবার সীমানাবর্তী এলাকায় চেক পোস্টে গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে নগদ ১২.৬৫ লক্ষ টাকা এবং প্রচুর গয়না ও মদ উদ্ধার হয়েছে।
ভোটের দিন ঘোষণা হতেই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এর সঙ্গে রাজনীতির যোগ প্রকট হচ্ছে। যদিও যাঁদের কাছ থেকে টাকা, গয়না উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে একজন বাদে আর কেউই রাজনীতির লোক নন। তাঁরা সাধারণ কোনও পেশায় নিযুক্ত অথবা ব্যবসায়ী। এর মধ্যে সোনা ব্যবসায়ীও রয়েছে। তবে ভোট কেনাবেচায় এই ব্যবসায়ীদেরই কাজে লাগানো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সবমিলিয়ে বলা যায়, ভোটের দিন ঘোষণা হতেই টাকা উড়তে শুরু করেছে চন্দ্রশেখর রাওয়ের রাজ্য, তেলঙ্গানায়। তবে কেউ যাতে ভোটের আচরণবিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে কড়া বার্তা দিয়েছে পুলিশ।