Terrorist killed: এবার অপারেশন আখালে মিলল সাফল্য, নিকেশ জঙ্গি
Terrorist killed: দিন ছয়েক আগেই অপারেশন মহাদেবে তিন জঙ্গিকে নিকেশ করে যৌথবাহিনী। তার মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ। শ্রীনগরের লিদবাসে অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে খতম করে যৌথবাহিনী। সেখানে তাঁবু খাটিয়ে লুকিয়ে ছিল জঙ্গিরা।

শ্রীনগর: অপারেশন মহাদেব, অপারেশন শিবশক্তির পর এবার অপারেশন আখালে সাফল্য নিরাপত্তাবাহিনীর। কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক জঙ্গি। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে সেনার চিনার কর্পসের তরফে জানানো হয়েছে।
কুলগামের আখালের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নির্দিষ্ট তথ্য পায় নিরাপত্তাবাহিনী। তার ভিত্তিতেই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়।
শনিবার সকালে চিনার কর্পস এক্স হ্যান্ডলে এক পোস্টে বলে, সারারাত দুই পক্ষের গুলির লড়াই চলেছে। এখনও পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। অপারেশন আখাল জারি রয়েছে।
দিন ছয়েক আগেই অপারেশন মহাদেবে তিন জঙ্গিকে নিকেশ করে যৌথবাহিনী। তার মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ। শ্রীনগরের লিদবাসে অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে খতম করে যৌথবাহিনী। সেখানে তাঁবু খাটিয়ে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের উপস্থিতি একেবারে নিশ্চিত হওয়ার পরই ‘স্নাইপার’ ব্যবহার করে মাথার মাঝখানে গুলি চালানো হয়। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ওই তিন জঙ্গি গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় জড়িত ছিল। ২৬ জন নিরীহ পর্যটককে খুন করেছিল।
অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তিতে ২ জঙ্গিকে নিকেশ করে যৌথবাহিনী। পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে। এবার অপারেশন আখালে আরও এক জঙ্গিকে নিকেশ করা হল।

