Terrorist killed: কাশ্মীরি পণ্ডিত হত্যার একদিন পরই পুলওয়ামায় সেনা-পুলিশের অভিযানে খতম এক জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 28, 2023 | 8:01 AM

দিন দুয়েক আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। সেই ঘটনার দু-দিনের মধ্যেই এক জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী।

Terrorist killed: কাশ্মীরি পণ্ডিত হত্যার একদিন পরই পুলওয়ামায় সেনা-পুলিশের অভিযানে খতম এক জঙ্গি
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা ও পুলিশের যৌথ অভিযান। ফাইল ছবি।

Follow Us

পুলওয়ামা: দিন দুয়েক আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। সেই ঘটনার দু-দিনের মধ্যেই এক জঙ্গিকে খতম করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। মঙ্গলবার ভোররাতে জম্মু-কাশ্মীরের অবন্তীপোরা এলাকায় নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযানে মৃত্যু হয়েছে এক জঙ্গির। কাশ্মীর জোন পুলিশের তরফে খবরটি নিশ্চিত করে টুইট করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে জঙ্গিদের খোঁজে পুলওয়ামা জেলার পাদাগামপোরা অবন্তীপোরা এলাকায় সেনা ও পুলিশের যৌথবাহিনী অভিযান করে। তারপর সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এরপর এদিন ভোররাতে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যুর খবরটি পুলিশের তরফে নিশ্চিত করা হয়। কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, অবন্তীপোরায় এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করা হয়েছে। তবে তার দেহটি এখনও উদ্ধার করা যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত, সেনা-পুলিশের যৌথবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে পুলওয়ামা জেলাতেই একটি পুরোনো ব্যাঙ্কের ATM কাউন্টারের নিরাপত্তারক্ষী, ৪০ বছর বয়সি এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়। চলতি বছরে এটাই ছিল কাশ্মীরের সংখ্যালঘুদের উপর প্রথম হামলার ঘটনা। তবে এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ। জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয় কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন, কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি (KPSS)। সোমবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাশ্মীরি পণ্ডিতদের হামলার প্রতিবাদে পদক্ষেপেরও দাবি জানায় KPSS। তারপরই পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে জঙ্গির মৃত্যুর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

Next Article
Uttar Pradesh: তরুণের গোপনাঙ্গে ঢুকিয়ে দিল হাওয়া পাইপ, তারপর…
Wild Animal: নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা! লড়লেন হিংস্র জন্তুর সঙ্গে