শ্রীনগর: উপত্যকায় ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসবাদ। একের পর এক জঙ্গি হামলা হচ্ছে। এরই মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা বলেন যে জঙ্গিদের ধরে নিকেশ করা উচিত নয়। তাঁর এই মন্তব্যেই তোলপাড় শুরু হয়েছে।
সদ্যই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন হয়েছে। তৈরি হয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা। তবে সরকার গঠনের পর থেকেই যেভাবে সন্ত্রাস হামলা শুরু হয়েছে উপত্যকায়, শনিবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তিনি বলেন যে নতুন সরকার ফেলে দেওয়ার জন্য কোনও চক্রান্ত করা হচ্ছে কি না, তা আলাদাভাবে তদন্ত করে দেখা উচিত।
জম্মু-কাশ্মীরে সেনার জঙ্গি দমন অভিযান নিয়ে কথা বলতে গিয়েই বর্ষীয়ান নেতা বলেন, “যদি ওদের (জঙ্গি) ধরা হয়, তবে আমরা জানতে পারব যে কে এইসব করাচ্ছে। ওদের মারা উচিত নয়, ওদের ধরে জেরা করা উচিত…আমাদের দেখা উচিত যে ওমর আবদুল্লার সরকার ফেলে দেওয়ার জন্য কোনও ষড়যন্ত্র হচ্ছে কি না…”
#WATCH | Srinagar, J&K: On being asked if Pakistan should be blamed every time for terrorist attacks in J&K including the recent Budgam terror attack, National Conference President Farooq Abdullah says, “There is no question of this, I would say that there should be an… pic.twitter.com/IXvtOxZleh
— ANI (@ANI) November 2, 2024
জঙ্গি হানার পিছনে পাকিস্তান যোগ প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, “এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে আমি বলব এই বিষয়ে তদন্ত করা উচিত।”
এদিকে, ‘জঙ্গিদের নিকেশ করা উচিত নয়’ -এই মন্তব্য ঘিরেই বিতর্ক-তোলপাড় শুরু হয়। সমালোচনার সুর চড়ায় বিজেপি। ভারতীয় সেনাকে দোষারোপ করছেন ফারুক আবদুল্লা, এমনটাই অভিযোগ বিজেপির। এ প্রসঙ্গে দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে এমন স্পর্শকাতর বিষয়ে দেশকে প্রাধান্য দেওয়ার বদলে, কয়েকজন রাজনীতি, পরিবার ও ভোট ব্যাঙ্ক-কেই গুরুত্ব দিচ্ছেন। নিজের দায়িত্ব এড়াতে বা সন্ত্রাসবাদে মদতদাতাদের বাঁচাতে ভারতীয় সেনা ও গোয়েন্দাদের দোষ দেওয়া উচিত নয় ফারুক আবদুল্লার।”
#WATCH | On JKNC chief Farooq Abdullah’s statement on the Budgam terror attack, BJP spokesperson Shehzad Poonawalla says, “It is very unfortunate that on such a sensitive issue, instead of giving priority to the nation, some people are giving priority to politics, family and… pic.twitter.com/3BpqZ61zKI
— ANI (@ANI) November 2, 2024
জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দর রায়নাও বলেন, “ফারুক আবদুল্লার জানা উচিত যে এই সন্ত্রাসবাদ পাকিস্তান থেকে আসছে…এটা সবার জানা। এতে তদন্ত করার কী আছে? আমাদের সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সমর্থন করা উচিত।”
তীব্র সমালোচনার মাঝেও শরদ পওয়ারকে পাশে পেয়েছেন ফারুক আবদুল্লা। তাঁর হয়ে সাফাই দিয়ে এনসিপি নেতা বলেন যে ফারুক আবদুল্লার বক্তব্যকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের সবথেকে গণ্যমান্য ব্যক্তি ফারুক আবদুল্লা। ওঁ নিজের গোটা জীবন জম্মু-কাশ্মীরের মানুষদের সেবায় অর্পণ করেছেন। ওঁর সততা ও নিষ্ঠা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। যদি ওঁর মতো কোনও নেতা এই ধরনের মন্তব্য করেন, তবে কেন্দ্রের সেই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।”