নয়া দিল্লি: দিল্লিতে গিয়ে বঙ্গভবনে থাকতে নারাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর নির্দেশ অনুযায়ী বঙ্গভবনের রক্ষণাবেক্ষণ হয়নি। সেই কারণে কার্যত বঙ্গভবন ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল। বর্তমানে তিনি উঠেছেন নৌসেনার গেস্ট হাউসে।
রাজভবন সূত্রে খবর, গতবার দিল্লি গিয়ে বঙ্গভবনেই উঠেছিলেন রাজ্যপাল বোস। সেই সময় রক্ষণা-বেক্ষণ সংক্রান্ত কয়েকটি বিষয়ের নির্দেশ দিয়ে এসেছিলেন। রাজ্যপালের অভিযোগ, এবারও গিয়ে সেই সবের কোনও পরিবর্তন দেখেননি তিনি। তাই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যান।
প্রসঙ্গত, নয়া দিল্লিতে হেইলি রোডের কাছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা। তার নাম বঙ্গভবন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বরাবর দিল্লিতে গেলে বঙ্গভবনেই উঠতেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বহুবার বঙ্গভবনে গিয়েছেন। সম্প্রতি জানা গিয়েছিল, ভিআইপি রুমের সংস্কারের পাশাপাশি অন্দরসজ্জার জন্য পেশাদার এজেন্সিকে দায়িত্ব দিতে চলেছে পূর্ত দপ্তর। সেখানকার ক্যাফেটেরিয়ারও আমূল সংস্কার হবে।
বস্তুত, রাজ্যপালের সঙ্গে এ রাজ্যের সংঘাত আজ নতুন নয়। শিক্ষা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যুতে বরাবর রাজ্যপাল বোসের সঙ্গে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে বিরোধ বাধতে দেখেছে বঙ্গবাসী। রাজ্য কখনও অভিযোগ করেছে, আচার্য তথা রাজ্য শিক্ষা দফতরকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বতীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। কখনও আবার রাজ্যপাল বোস সরব হয়েছেন, এ রাজ্যের দুর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই পরিস্থিতিতে এবার বঙ্গভবনে থাকা নিয়েও রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ বাধে কি না তা এখন সময়ই বলবে।