Mehbooba Mufti: উপত্যকায় হিংসার জন্য দায়ী ‘দ্য কাশ্মীর ফাইলস্’, সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 17, 2022 | 11:32 AM

Kashmiri Pandit: সোমবারই বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস্' নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লা। তাঁর অভিযোগ, এই ছবি গোটা দেশে 'ঘৃণার পরিবেশ' তৈরি করছে।

Mehbooba Mufti: উপত্যকায় হিংসার জন্য দায়ী দ্য কাশ্মীর ফাইলস্, সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

শ্রীনগর: আবারও কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandits) হত্যা নিয়ে উত্তপ্ত দেশ তথা উপত্যকার রাজনীতি। কয়েকদিন আগেই কাশ্মীরি পণ্ডিত তথা সরকারি চাকুরিজীবী রাহুল ভাটকে হত্যা করেছিল আততায়ীরা। এই কাশ্মীরি পণ্ডিতের হত্যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস্ ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। সোমবার মেহবুবা অভিযোগ করেন, সম্প্রতি মুক্তি পাওয়া পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস্’ (The Kashmir Files) ছবিটি নতুন করে উপত্যকায় হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং হিংসা ছড়িয়ে দিতে উস্কানি দিচ্ছে। মেহবুবার দাবি, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন উপত্যকার কাশ্মীরি পণ্ডিতদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সাহায্য করেছিলেন। তিনি বলেন, “আমরা কাশ্মীরি পণ্ডিতদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেছিলাম। ২০১৬ সালে উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কাশ্মীরে কোনও খুনের ঘটনা ঘটেনি। ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবি নতুন করে হিংসার পরিবেশ তৈরি করছে।”

সোমবারই বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস্’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লা। তাঁর দাবি, এই ছবি গোটা দেশে ‘ঘৃণার পরিবেশ’ তৈরি করছে। এমনকী ছবিতে দেখানো যাবতীয় ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়েছেন ফারুখ। আবদুল্লা, মুফতি সহ পিপলস অ্যালায়েন্স অব গুপকর ডিক্লেয়ারেশনের নেতৃত্ব কাশ্মীরের লেফট্যান্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে রাহুল ভাটের মৃত্যুর পর উপত্যকায় হওয়া যাবতীয় হিংসা নিয়ে আলোচনা করা হয়েছিল। উল্লেখ্য, গত সপ্তাহে বৃহস্পতিবার রাহুলকে হত্যা করা হয়েছিল। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে উপত্যকার রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। পুলিশকে বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছিল। রাহুলের খুনের ঘটনায় জম্মু কাশ্মীর সরকার ইতিমধ্যেই সিট গঠন করেছে।

Next Article