The Kerala Story: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 09, 2023 | 5:07 PM

পল্লবী জোশী এবং অভিষেক আগরওয়ালের সঙ্গে যৌথভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছেন 'দ্য কেরল স্টোরি', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

The Kerala Story: দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর
মুখ্যমন্ত্রী মমতাকে আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।

Follow Us

কলকাতা: ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ‘দ্য কেরালা স্টোরি’ The Kerala Story), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files ) সিনেমা প্রসঙ্গে করা মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আইনি নোটিস দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এই দুই সিনেমা সম্পর্কে করা অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

৮ জুন, সোমবার ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করে নবান্ন। তার পরদিনই অর্থাৎ ৯ জুন, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পল্লবী জোশী এবং অভিষেক আগরওয়ালের সঙ্গে যৌথভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। বাংলার মুখ্যমন্ত্রীকে পল্লবী জোশী এবং অভিষেক আগরওয়ালের সঙ্গে যৌথভাবে নোটিস পাঠানোর বিষয়টি টুইটারেও জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইটারে তিনি আরও লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এবং আমাদের চলচ্চিত্রগুলি #TheKashmirFiles এবং ২০২৪-এর আসন্ন ফিল্ম #TheDelhiFiles- কে বদনাম করার উদ্দেশ্যে করা মিথ্যা এবং অত্যন্ত মানহানিকর বিবৃতি দিয়েছেন।”

পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ‘ষড়যন্ত্র’ এবং এবং বেশিরভাগ অংশ ‘কাল্পনিক ও পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাঠানো আইনি নোটিস পাঠিয়ে বলা হয়েছে, “আপনি একই টুইট করেছেন এবং সিনেমার নাম না নিয়ে বিধানসভায় বিবৃতিও দিয়েছেন। আপনি আরও বলেছেন যে, অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করে সিনেমাটি তৈরি করা রয়েছে। আপনিও জনগণকে সিনেমাটি না দেখার আহ্বান জানিয়েছেন।” মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে চলচ্চিত্র নির্মাতাদের “সমস্ত কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি, সত্যতা” ক্ষতিগ্রস্থ হয়েছে, যা ‘অপূরণীয়’ বলেও দাবি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই এই ধরনের মন্তব্যের সমর্থনে হয় যথার্থ প্রমাণ দেওয়া অথবা মুখ্যমন্ত্রীকে অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে আইনি নোটিসে।

প্রসঙ্গত, সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিকৃত তথ্য দিয়ে ছবি তৈরি হচ্ছে। এদিন ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ — এই দুই ছবির নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন এই কাশ্মীর ফাইলস, একটা অংশকে ছোট করার জন্য। কেরালা ফাইলস কেন? আমি সিপিএমের লোকজনকে সমর্থন করি না। আমি মানুষের কথা বলছি।” এরপরই এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়। নবান্নের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘ দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা-সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’

Next Article
The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এবার পৌঁছল শীর্ষ আদালতে
The Kerala Story: ‘আসাধারণ এবং সাহসী প্রচেষ্টা’, প্রচার শেষ হতেই সপরিবারের ‘কেরালা স্টোরি’দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী