নয়া দিল্লি: তৃণমূল সাংসদের মেয়েকে কুরুচিকর মন্তব্য। ওই কুমন্তব্যে সমর্থন জানিয়ে হাততালি দিয়েছিলেন দুই তরুণী। সেই অভিযোগে ধৃত দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে, পুলিশি হেফাজতেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই মামলায় হাই কোর্টের নির্দেশের উপর সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
তৃণমূল নেতার সন্তান সম্পর্কে কুমন্তব্যে উৎসাহ দেওয়ার অভিযোগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর দুই মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদেরকে হেফাজতে মারধর করার অভিযোগ ওঠে। মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ওঠে। বিচারপতি জেল সুপারের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করেন। বিচারপতি ভরদ্বাজের মন্তব্য ছিল, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে।
এরপরই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ‘সুপ্রিম’ দুয়ারে যায় রাজ্য। সোমবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বে়ঞ্চে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেন।