TV 9 বাংলা ডিজিটাল: বাজারে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম কত? পেট্রোল পাম্পে গিয়ে ডিসপ্লে বক্সে দাম দেখার দিন শেষ! এ বার ঘরে বসেই এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন। এমন পরিষেবা চালু করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)।
দেশের বিভিন্ন শহরের পেট্রোল, ডিজেলের দাম আলাদা। সংশ্লিষ্ট শহরের জ্বালানি তেলের দাম জানতে ব্যবহার করতে হবে সুর্নিদিষ্ট কোড নম্বর। সেই কোর্ড টাইপ করে এসএমএস (SMS)করলেই তা সহজে চলে আসবে আপনার ফোনের ইনবক্সে। ফোন নম্বর একটাই, শুধু শহর অনুযায়ী বদলাবে কোড।
এক নজরে দেখে নেওয়া যাক কোন শহরের কোন কোড, যা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস করলেই মিলবে সে দিনের ‘তরল সোনার’ দাম।
কলকাতা শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে হলে “RSP 119941” লিখে এসএমএস করতে হবে। রাজধানী দিল্লির জন্য “RSP 102072”, বাণিজ্য শহর মুম্বইয়ের জন্য “RSP 108412”, চেন্নাইয়ের জন্য “RSP 133593″। আগরতলা, বেঙ্গালুরু এবং ভোপালের জন্য যথাক্রমে “RSP 159850”, “RSP 118219”, “RSP 169398” কোড টাইপ করতে হবে। ভুবনেশ্বরের দাম জানা যাবে “RSP 124305” কোডে।
এছাড়া বাকি আরও একাধিক শহরের কোড জানা যাবে iocl.com ওয়েবসাইটে। যার ফলে ক্রমাগত পেট্রোল, ডিজেলের বদলে যাওয়া দাম সম্পর্কে এভাব সব সময় ওয়াকিবহাল থাকা সম্ভব। ইতিমধ্যেই মোট ৪১ টি শহরের কোড তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এছাড়াও যে কোনও ধরনের সমস্যার জন্য চালু থাকছে টোল-ফ্রি নম্বর ১৮০০-২৩৩৩-৫৫৫।