মুম্বই: সিবিআই অফিসারের ছদ্মবেশে তল্লাশির নামে কোটি কোটি টাকা লুঠ করতেন অজয় আর পি কে। ২০১৩ সালের বলিউডের ছবি ‘স্পেশাল ২৬’-এর গল্পটা নিশ্চয় সবার মনে আছে। কীভাবে গোয়েন্দা অফিসার সেজে তাবড় ব্যক্তিদের চোখেও ধুলো দিতেন তাঁরা! খাস মুম্বইতে এবার সেই গল্পই ঘটে গেল বাস্তবে। পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত অফিসারকে ঘোল খাইয়ে তাঁর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিল একদল দুষ্কৃতী।
নভি মুম্বইয়ের ঘটনা। নগদ টাকা, গয়না, ঘড়ি সহ একাধিক বহুমূল্য জিনিস চুরি করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন কান্তিলাল যাদব নামে ওই অবসরপ্রাপ্ত আধিকারিক। মোট ৬ জনের একটি দল তাঁর বাড়িতে গিয়েছিল বলে তিনি জানিয়েছেন অভিযোগে।
ঘটনাটি ঘটে গত ২১ জুলাই। সেই সময় কান্তিলাল যাদব ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। আচমকা ৬ জন প্রবেশ করে, তাঁদের বলেন যে কান্তিলালের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। তার ভিত্তিতেই বাড়িতে তল্লাশি চালাতে এসেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার নাম শুনে চমকে যান ওই ব্যক্তি। পরিচয় পত্র দেখতে চান তিনি। তবে ওই ৬ জন পরিচয়পত্র দেখাতে অস্বীকার করে। তারা বলে, তল্লাশি হয়ে গেলে তবেই তারা কার্ড দেখাবে।
এরপর কান্তিলালের স্ত্রীকে আলমারির চাবি দিতে বলা হয়। স্বামী-স্ত্রীকে এক জায়গায় বসিয়ে রেখে ঘরের সবকটি আলমারি খোলে ওই ৬ জনের দল। সেখান থেকে তারা পায় ২৫.২৫ লক্ষ নগদ টাকা, ৩.৮০ লক্ষ টাকার সোনার চেন, ৪.২০ লক্ষ টাকার একটি আংটি ও ব্রেসলেট, ৮০ হাজার টাকার হিরে বসানো মঙ্গলসূত্র, হিরের আংটি, ঘড়ি সহ আরও অনেক কিছু। এগুলি হাতিয়ে নেওয়ার পর চলে যায় ওই দুষ্কৃতী দল। যতক্ষণে ওই ব্যক্তি আসল ব্যাপারটা বুঝতে পারেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আপাতত পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।