Yogi Adityanath: প্যান্ট ভিজে গিয়েছে, এখন মাফিয়ারা নিজেদের জীবন বাঁচাতে ছুটছে: যোগী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 09, 2023 | 1:38 PM

Uttar Pradesh CM: এখন গ্যাংস্টারদের ‘প্যান্ট ভিজে গিয়েছে’ বলে কটাক্ষ করেছেন তিনি। আদালতের রায় শুনে দুষ্কৃতীদের এই অবস্থা হয়েছে বলেও কটাক্ষ যোগী আদিত্যনাথের।

Yogi Adityanath: প্যান্ট ভিজে গিয়েছে, এখন মাফিয়ারা নিজেদের জীবন বাঁচাতে ছুটছে: যোগী
যোগী আদিত্যনাথ

Follow Us

প্রয়াগরাজ: গ্যাংস্টার ও মাফিয়াদের বিরুদ্ধে হুঙ্কার শোনা গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়। বিধায়ক খুনে অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতীর সাজা আদালত ঘোষণা করা পর মাফিয়াদের উদ্দেশে কটাক্ষ ছুড়লেন যোগী। সপ্তাহ খানেক আগে বিধানসভায় দাঁড়িয়ে গ্যাংস্টারদের ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। মাফিয়ারাজ শেষ করার হুমকি দিয়েছিলসেন। এখন গ্যাংস্টারদের ‘প্যান্ট ভিজে গিয়েছে’ বলে কটাক্ষ করেছেন তিনি। আদালতের রায় শুনে দুষ্কৃতীদের এই অবস্থা হয়েছে বলেও কটাক্ষ যোগী আদিত্যনাথের। বৃক্ষরোপণের এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি আরও জানিয়েছেন, আগে যারা আইনের তোয়াক্কা করত না, মানুষকে ভয় দেখাত। তারা এখন নিজেদের জীবন বাঁচাতে পালাচ্ছে।

মাফিয়া প্রসঙ্গে আদিত্যনাথ বলেছেন, “যখন আদালত সাজা ঘোষণা করছে তখন তাদের ভিজে প্যান্ট দেখা যাচ্ছে। মানুষও তা দেখছে। মাফিয়ারা মানুষের মধ্যে সন্ত্রাস ছড়াত। শিল্পপতিদের থেকে তোলা তুলত, ব্যবসায়ীদের অপহরণ করত। এখন তারা নিজেদের জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে।” এমপি-এমএলএ আদালত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের শাস্তির ঘোষণা করেছে বিধায়ক খুনের মামলায়। বিধায়ক উমেশ পালকে ২০০৬ সালে অপহরণ করে খুন করা হয়। সেই মামলাতেই যাবজ্জবন সাজা ঘোষণা হয়েছে আতিকের। তাঁর বিরুদ্ধে ১০০-র বেশি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এই মামলার অন্যতম সাক্ষীকেও প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়।

উমেশ পাল হত্যার মামলার শুনানিতে আতিক আহমেদকে গুজরাটের জেল থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়ে আসা হয়। আসার সময়ই তাঁকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আতিক। এর আগে আতিকের ছেলে ও আতিকের নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছিল। সেই মামলায় জেলেই রয়েছেন আতিক।

Next Article