পুঞ্চ: আগের মতো সীমান্তের ওপার থেকে পাকিস্তানের সেনা আর গুলি চালায় না। জম্মু ও কাশ্মীর সীমান্তে শান্তি বজায় রয়েছে। পুঞ্চে নির্বাচনী প্রচারে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সীমান্তে এই শান্তি বজায় থাকার কারণও তিনি জানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পায় পাকিস্তান। সেজন্যই সীমান্তে বজায় রয়েছে শান্তি।
পুঞ্চের সীমান্ত এলাকায় বিজেপি প্রার্থী মুরতাজা খানের সমর্থনে এদিন সভা করেন অমিত শাহ। সন্ত্রাস দমনে মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, যুব সমাজের হাতে বন্দুক ও পাথরের বদলে ল্যাপটপ তুলে দিয়েছে কেন্দ্র। তাতেই সন্ত্রাস দমনে সাফল্য এসেছে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষের সুরক্ষার জন্য সীমান্তে আমরা আরও বাঙ্কার তৈরি করব।”
তারপরই সীমান্তের ওপার থেকে গোলা-গুলি চালানোর প্রসঙ্গ তোলেন তিনি। আগের মতো সীমান্তের ওপার থেকে গোলা-গুলি বর্ষণ হয় কি না, তিনি জানতে চান। তারপরই শাহ বলেন, “আগের সরকার পাকিস্তানকে ভয় পেত। আর এখন প্রধানমন্ত্রী মোদীকে ভয় পায় পাকিস্তান। তারা আর গোলা-গুলি চালানোর সাহস দেখায় না। কিন্তু, যদি তারা গোলা-গুলি চালায়, তবে উপযুক্ত জবাব পাবে।” প্রসঙ্গত, তিনদিনের সফরে জম্মু-কাশ্মীরে এসেছেন শাহ। এদিনের এই সভা ছাড়া আরও চারটি সভা করার কথা তাঁর।
২০১৯ সালের অগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এমনকি, রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এই আবহে দশ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। তিন দফায় ৯০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তার মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ৮ অক্টোবর।