Medicine Price: ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ, ৩৫টি ওষুধের দাম কমল, স্বস্তি মধ্যবিত্তের
Medicine Price: ওষুধের দামের ক্ষেত্রে ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এনপিপিএ যে দাম নির্ধারণ করেছে, তার ভিত্তিতে ইতিমধ্য়েই নোটিস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

নয়া দিল্লি: সাধারণ মধ্যবিত্তের কাছে চিকিৎসার খরচ একটা বড় মাথাব্যাথার কারণ। হাসপাতালে চিকিৎসার খরচ তো আছেই, সেই সঙ্গে ওষুধের দামও অনেক ক্ষেত্রে এত বেশি, যা চিন্তার কারণ হয়ে পড়ে। তবে এবার একগুচ্ছ জরুরি ওষুধের দাম কমতে চলেছে। ৩৫টি এমন ওষুধের রিটেল প্রাইস কমাল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।
এই ওষুধের তালিকার মধ্যে রয়েছে হৃদরোগের ওষুধ, অ্যান্টি-বায়োটিক, ডায়াবেটিসের ওষুধ। মানসিক রোগের ওষুধও আছে বলে জানা গিয়েছে। ফলে, ওষুধের দামের ক্ষেত্রে ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এনপিপিএ যে দাম নির্ধারণ করেছে, তার ভিত্তিতে ইতিমধ্য়েই নোটিস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।
বেশ কিছু ওষুধের কম্বিনেশনের দামে এই প্রভাব পড়বে। যেমন- প্যারাসিটামল ও ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিলিন ও পটাশিয়াম ক্লাভুল্যানেট, অ্যাটোরভাস্টাটিন ইত্যাদি। ড. রেড্ডির ল্যাবরেটরির অ্যাসিক্লোফেনাক-প্যারাসিটামল-ট্রিপসিন কাইমোট্রিপসিন কম্বিনেশনের দাম ১৫.০১ টাকা থেকে কমে হচ্ছে ১৩ টাকা। হৃদরোগের সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত অ্যাট্রোভাস্টাটিন ৪০ এমজি ও ক্লপিডোগ্রেল ৭৫ এমজি-র কম্বিনেশনের দামও কমছে।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, পরিবর্তিত দাম দোকানে বা সংশ্লিষ্ট জায়গায় প্রকাশ করতে হবে, যাতে সবাই দেখতে চায়। পরিবর্তিত দাম না নিলে ডিপিসিও ও এসেনশিয়াল কমোডিটিস আইনঙ্গের অভিযোগ উঠতে পারে।
এনপিপিএ জানিয়েছে, যে সব ওষুধের ক্ষেত্রে জিএসটি ধার্য আছে, তা নিতে হবে। উল্লেখ্য, কেমিক্যাল ও ফার্টিলাইজার মিনিস্ট্রির অধীন এনপিপিএ দেশের সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করে।

