Pakistan’s Conspiracy: ‘জন্ম থেকেই মিথ্যা কথা বলে ওরা’, শেষ পর্যন্ত ফাঁসই হয়ে গেল পাকিস্তানের চক্রান্ত
Pakistan's Conspiracy: প্রসঙ্গত, পহেলগাঁয়ে বর্বরোচিত জঙ্গি হামলার কড়া জবাব ইতিমধ্যেই দিয়েছে ভারত। এক্কেবারে পাকিস্তানের ঘরে ঢুকে গুড়িয়ে দিয়েছে নয় ন’টা জঙ্গি ঘাঁটি। দুরমুশ হয়ে গিয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মম্মমদের হেডকোয়ার্টার।

নয়া দিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধান মন্ত্রী দাবি করেছেন ভারতের রাফালের মতো যুদ্ধবিমানকেও নাকি তাঁরা মুখতোড় জবাব দিয়েছে। পাক আক্রমণেই নাকি ভেঙে পড়েছে ভারতের ফাইটার জেট। আর সবটাই নাকি তাঁরা জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকে। এ কথা নিজে পাক সংসদে দাঁড়িয়ে বলেছেন সে দেশের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। যা নিয়ে শোরগোল আন্তর্জাতিক আঙিনাতেও। এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে পাকিস্তানকে ফের একবার একহাত নিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ফের একবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত।
বিদেশ সচিবের স্পষ্ট কথা, “এতে অবাক হওয়ার কিছু নেই। এটা এমন একটা দেশ, যারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলা শুরু করেছে। রাষ্টপুঞ্জেও তারা মিথ্যা কথা বলে। ৭৫ বছর আগে এসব শুরু করেছে পাকিস্তান।”
প্রসঙ্গত, পহেলগাঁয়ে বর্বরোচিত জঙ্গি হামলার কড়া জবাব ইতিমধ্যেই দিয়েছে ভারত। এক্কেবারে পাকিস্তানের ঘরে ঢুকে গুড়িয়ে দিয়েছে নয় ন’টা জঙ্গি ঘাঁটি। দুরমুশ হয়ে গিয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মম্মমদের হেডকোয়ার্টার। যদিও ভারতের অ্যাকশনের পরেই গর্জে উঠেছিলেন পাক প্রধানমন্ত্রী। স্পষ্ট বলেছিলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেবে পাকিস্তান। এরইমধ্যে ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ভেঙে চুরমার হয়ে গিয়েছে ইসলামাবাদের ঘৃণ্য চেষ্টা। এদিনের প্রেস মিটে সে কথাও বারবার তুলে ধরেন বিদেশ সচিব।
