Sita Temple: শত বছর পেরিয়ে অনুপ্রেরণার গল্প বলছে এই মন্দির, লব-কুশকে নিয়ে একা বাস সীতার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2023 | 5:46 PM

Sita Temple: সম্প্রতি এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বসানো হয়েছে নতুন মূর্তিও। গত ৭ নভেম্বর মন্দিরের দরজা নতুন করে খোলার পর এলাকার বাসিন্দারা ওই মন্দিরে জড় হয়েছিলেন।

Sita Temple: শত বছর পেরিয়ে অনুপ্রেরণার গল্প বলছে এই মন্দির, লব-কুশকে নিয়ে একা বাস সীতার
সীতা মন্দির
Image Credit source: Facebook

Follow Us

মহারাষ্ট্র: তিনি রামচন্দ্রের পত্নী। সাধারণত মন্দিরে রাম ও সীতাকে একসঙ্গেই রাখা হয়। তবে নাগপুরের এই মন্দির যেন এক অন্য বার্তা দেয়। সেই মন্দিরে রয়েছে সীতা দেবীর মূর্তি। সঙ্গে রয়েছেন তাঁর দুই সন্তান লব ও কুশের মূর্তি। শতবর্ষ এই পুরনো মন্দির যেন নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, এমনই মনে করেন অনেকে। দুই সন্তানকে নিয়ে যেন একা মায়ের লড়াই। বর্তমানে ‘সিঙ্গল মাদার’ হিসেবে অনেক মহিলার লড়াইয়ের গল্প সামনে আসে। এই মন্দিরও যেন সেই গল্পই বলছে।

মহারাষ্ট্রের ইয়াভাতামাল জেলার রাভেরিতে অবস্থিত এই মন্দির। রাভেরির ওই মন্দিরে দেবী সীতার পুজো দেওয়ার জন্য ভিড় করেন বহু মানুষ। এটাই একমাত্র মন্দির যেখানে শ্রী রাম ও লক্ষ্মণের মূর্তি নেই, শুধুমাত্র সীতাদেবীর মূর্তি রয়েছে। সম্প্রতি এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বসানো হয়েছে নতুন মূর্তিও। গত ৭ নভেম্বর মন্দিরের দরজা নতুন করে খোলার পর এলাকার বাসিন্দারা ওই মন্দিরে জড়ো হয়েছিলেন।

এলাকার এক কৃষক নেতা ওয়ামানরো চাতাপ জানিয়েছেন, মন্দির নতুনভাবে সেজে ওঠায় তাঁরা অত্যন্ত খুশি। তিনি আরও জানিয়েছেন, এই মন্দির অন্যান্য মন্দিরের থেকে আলাদা। তাঁর মতে, কৃষক পরিবারের যে সব মায়েরা বিশেষত বিধবা মহিলারা একা একা সন্তানকে বড় করছেন, তাঁদের জন্য অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়ে আছে ওই মন্দির।

Next Article