E-Bike: মদ খেয়ে চাপলেই নেবে না স্টার্ট, চমকে দেবে এই ই-বাইকের ফিচার

Feb 28, 2024 | 8:19 PM

একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই বাইকের। স্মোক সেন্সর, অ্যান্টি থেপ্ট অ্যালার্ম রয়েছে এই বাইকে। তাই কেউ চুরির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। এর পাশাপাশি অ্যালকোহল ডিটেকশন সিস্টেমও রয়েছে এতে। যার জেরে মদ্যপ অবস্থায় কেউ বাইক চালানোর চেষ্টা করলে, তা নির্ণয় করে গাড়ির স্টার্ট হয়ে যাবে বন্ধ।

E-Bike: মদ খেয়ে চাপলেই নেবে না স্টার্ট, চমকে দেবে এই ই-বাইকের ফিচার
ই-বাইক
Image Credit source: Twitter

Follow Us

এলাহাবাদ: উত্তর প্রদেশের এলাহাবাদে অবস্থিত মতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির পড়ুয়ারা সম্প্রতি তৈরি করেছেন একটি ই-বাইক। সেই ই-বাইক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ইতিমধ্যেই সর্বভারতীয় প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিয়েছে পড়ুয়াদের ডিজাইন করা সেই বাইক। যদি আপনি মদ্যপান করে এই বাইক চালানোর চেষ্টা করেন, তাহলে কিছুতেই স্টার্ট নেবে না এই বাইক। এই ফিচারই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বসিয়েছে এই বাইককে। বাইকটি সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে যেতে পারেন। মাত্র চার ঘণ্টা চার্জ দিলে তা ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

এ সবের পাশাপাশি একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই বাইকের। স্মোক সেন্সর, অ্যান্টি থেপ্ট অ্যালার্ম রয়েছে এই বাইকে। তাই কেউ চুরির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। এর পাশাপাশি অ্যালকোহল ডিটেকশন সিস্টেমও রয়েছে এতে। যার জেরে মদ্যপ অবস্থায় কেউ বাইক চালানোর চেষ্টা করলে, তা নির্ণয় করে গাড়ির স্টার্ট হয়ে যাবে বন্ধ।

সম্প্রতি ভোপালের ইম্পেরিয়াল সোসাইটি অব ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্সের এক প্রতিযোগিতায় প্রশংসিত হয়েছে এই বাইক। ৭০টি দলের মধ্যে এই বাইক দুটি পুরস্কার জিতে নিয়েছেন। এলাহাবাদের ওই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা এই ই-বাইক বানিয়েছেন। এর দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা মতো পড়বে বলে জানা গিয়েছে।

Next Article