Patanjali: এবার কৃষকদেরও পাশে দাঁড়াচ্ছে পতঞ্জলি, পরিবেশ রক্ষাতেও নেওয়া হচ্ছে বড় উদ্যোগ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 28, 2025 | 8:11 PM

Patanjali: জোর দেওয়া হচ্ছে জৈব চাষের প্রচারে। উৎসাহিত করা হচ্ছে চাষিদের। উন্নত বীজ, জৈব সার সরবরাহের উপর জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত পণ্যের হাত ধরে মাটির উর্বরতা যেমন বাড়ে তেমনই উৎপাদিত ফসলের মানও উন্নত করে।

Patanjali: এবার কৃষকদেরও পাশে দাঁড়াচ্ছে পতঞ্জলি, পরিবেশ রক্ষাতেও নেওয়া হচ্ছে বড় উদ্যোগ
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: আয়ুর্বেদ থেকে FMCP, বিমা, নানা ক্ষেত্রে ছাপ রেখে চলেছে যোগগুরু রামদেবের পতঞ্জলি। দেশের মধ্যে আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পণ্যের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির তালিকাতেও ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই সংস্থা। কেবল স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, পরিবেশ সুরক্ষা এবং স্থায়িত্বের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখছে পতঞ্জলি। বর্তমানে পরিবেশ থেকে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সংস্থার তরফে। 

তালিকায় যেমন রয়েছে পতঞ্জলির বৃক্ষরোপণ অভিযান, তেমনই রয়েছে জল সংরক্ষণ প্রকল্প। জোরকদমে পরিবেশ বান্ধব পণ্য প্রচারের উপরেও জোর দেওয়া হচ্ছে। জল পরিশোধন, বৃষ্টির জল সংগ্রহ এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো একাধিক নতুন উদ্যোগের হাত ধরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কাজ করছে রামদেবের এই সংস্থা। 

জোর দেওয়া হচ্ছে জৈব চাষের প্রচারে। উৎসাহিত করা হচ্ছে চাষিদের। উন্নত বীজ, জৈব সার সরবরাহের উপর জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত পণ্যের হাত ধরে মাটির উর্বরতা যেমন বাড়ে তেমনই উৎপাদিত ফসলের মানও উন্নত করে। অন্যদিকে গ্রামীণ এলাকার কৃষক ও যুবকদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজনের পাশাপাশি সহায়তা প্রদান করছে পতঞ্জলি। এছাড়াও, ত্রাণ সংক্রান্ত কাজ, গোশালা পরিচালনা এবং পরিচ্ছন্নতা অভিযানেও সক্রিয় ভূমিকা পালন করছে।

Next Article