AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘যাঁরা সংবিধান মাথায় নিয়ে নাচেন…’, ‘বিপজ্জনক’ আইনের কথা শোনালেন মোদী

PM Modi: এদিন দুটি জাতীয় সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই মঞ্চ থেকেই কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সাফাই কর্মচারীরা একটা বড় দায়িত্ব পায়ল করেন। প্রত্যেকদিন সকালে তাঁদের ধন্যবাদ জানানো উচিত আমাদের। কিন্তু, আগের সরকারগুলি তাঁদের ক্রীতদাস মনে করতেন।"

PM Modi: 'যাঁরা সংবিধান মাথায় নিয়ে নাচেন...', 'বিপজ্জনক' আইনের কথা শোনালেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 17, 2025 | 5:48 PM
Share

নয়াদিল্লি: হাতে সংবিধান নিয়ে বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব হতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সেই সংবিধানের প্রসঙ্গ তুলেই রাহুল এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা মাথায় সংবিধান নিয়ে নাচেন, তাঁরা দশকের পর দশক নিপীড়নমূলক আইন বলবৎ রেখেছিলেন। তিনি সেইসব আইন প্রত্যাহারের কাজ করছেন।

এদিন দুটি জাতীয় সড়কের উদ্বোধন করেন মোদী। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই মঞ্চ থেকেই কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সাফাই কর্মচারীরা একটা বড় দায়িত্ব পায়ল করেন। প্রত্যেকদিন সকালে তাঁদের ধন্যবাদ জানানো উচিত আমাদের। কিন্তু, আগের সরকারগুলি তাঁদের ক্রীতদাস মনে করতেন। যাঁরা মাথায় সংবিধান নিয়ে নাচেন, তাঁরা কীভাবে সংবিধানকে পদদলিত করেছেন এবং বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই কথা বলছি। আপনার অবাক হয়ে যাবেন।

এরপরই প্রধানমন্ত্রী বলেন, “আমার সাফাইকর্মী ভাই-বোনদের জন্য দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা বিপজ্জনক আইন ছিল। কোনও সাফাইকর্মী তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে না এলে তাঁর একমাসের জেল হতে পারত। ভাবুন, তাঁরা সাফাইকর্মীদের কী ভাবতেন? একটা ছোট ভুলের জন্য আপনি তাঁকে জেলে ভরে দেবেন? তাঁরাই এখন সামাজিক ন্যায়ের কথা বলে। মোদী এইসব আইন প্রত্যাহারের কাজ করছে।”

২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লির উন্নয়ন নিয়ে পূর্বতন আম আদমি পার্টি সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “আগের সরকারগুলি দিল্লিকে ধ্বংস করেছে। খাদে ফেলে দিয়ে গিয়েছে। বিজেপি সরকারকে সেই খাদ ভরাট করতে হবে। তারপর উন্নয়ন সকলের নজরে পড়বে। আমার বিশ্বাস, আপনারা যে টিম নির্বাচিত করেছেন, দিল্লিকে সেই পরিস্থিতি থেকে তারা বের করে নিয়ে আসবে।”