মুম্বই: বেশ কয়েকদিন আগে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল জনপ্রিয় পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala)। ময়নাতদন্তের পর সিধুর দেহতে ৩০টির বেশি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সিধু খুনের ঘটনায় উঠে আসে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম। সিধু খুনের পর লরেন্সের বিরুদ্ধে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ। জানা যায়, বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খানকে (Salim Khan) খুনে হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। হুমকি পেয়েই বান্দ্রা থানায় (Bandra Police Station) খান পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশ, এবং পুলিশের তরফে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার সলমন ও তাঁর বাবাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানাল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার মুম্বই পুলিশ জানিয়েছে, প্রচারের আলোতে আসার জন্যই বলিউড স্টার সলমন খানকে খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। লরেন্সের কুখ্যাত সহযোগী, বর্তমান কানাডা নিবাসী বিক্রম বারাডের নির্দেশেই সলমন ও তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, হুমকি চিঠি দেওয়ার জন্য ৩ জন মুম্বইতে এসেছিল। সেখানে এসে সৌরভ মহাকালের সঙ্গে তারা সাক্ষাৎ করে। তাঁকে ইতিমধ্যেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। হুমকি চিঠি কে দিয়েছিল, তাঁকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিক্রম বারাদ এই হুমকি চিঠির মূলমাথা। বিক্রম রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা এবং সেখানে তাঁর নামে ১২টির বেশি মামলা রয়েছে।
জুন মাসের ৫ তারিখ, ‘তোমাদের মুসাওয়ালার মতো করে দেব’ লেখা একটি চিঠি বান্দ্রার বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয়। সেখানে সলমন ও সেলিম খানের নাম ছিল। এরপর থেকে বলিউড স্টারকে নিয়ে জোরাল জল্পনা শুরু হয়। সেলিম খানের নিরাপত্তারক্ষীরা ওই হুমকি চিঠি উদ্ধার করেছিল। যদিও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছিল।