Andaman Nicobar Earthquake: তিন ঘণ্টায় পরপর তিন ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
Andaman Nicobar Earthquake: রবিবার পরপর তিন সপ্তাহে তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
পোর্ট ব্লেয়ার: তিন ঘণ্টায় পর পর তিনটি ভূমিকম্প! রবিবার পরপর ভূকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয় এদিন দুপুর ১টা বেজে ১৬ মিনিটে। রিখটার স্কেলে সেই ভূকম্পের তীব্রতা ছিল ৪.৯। এর পর আবার একটি ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বেলা ২টো বেজে ৫৯ মিনিটে। তৃতীয় ভূমিকম্পটি অবশ্য ছিল সবথেকে শক্তিশালী। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পটি হয় বিকেল ৪টে বেজে ১ মিনিটে। এখনও পর্যন্ত এই তিনটি ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Earthquake of Magnitude:5.3, Occurred on 09-04-2023, 16:01:21 IST, Lat: 9.01 & Long: 94.03, Depth: 10 Km ,Location: Nicobar Islands, for more information Download the BhooKamp App https://t.co/kiVp0nf3AD @ndmaindia @Indiametdept @DDNewslive @Dr_Mishra1966
— National Center for Seismology (@NCS_Earthquake) April 9, 2023
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪.৯ মাত্রার ভূমিকম্পটির উৎস ক্যাম্পবেল বে’র ২২৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এরপরের ভূমিকম্পটির উৎস ছিল ছিল নিকোবর দ্বীপে। এটিরও সূচনা হয় মাটির ১০ কিলোমিটার নীচে। আর বিকেল চারটের সময় যে ৫.৩ মাত্রার জোরালো ভূমিকম্পটি হয়, সেটিরও উৎস ছিল নিকোবর দ্বীপে, মাটির ১০ কিলোমিটার গভীরে। পরপর তিনটি ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন
এই নিয়ে চলতি সপ্তাহে তৃতীয় দিন কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৫ এপ্রিল, আন্দামান ও নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ারের ১৪০ কিলোমিটার পূর্ব – উত্তর-পূর্বে একটি ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। রাত ১০টা বেজে ৪৭ মিনিট নাগাদ ওই কম্ন অনুভূত হয়েছিল। ওই ক্ষেত্রেও ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।