Tillu Tajpuriya Murder Case: চাদর বেয়ে নামল নীচে, প্রায় ১০০ বার গ্য়াংস্টার তিলু তাজপুরিয়াকে কোপাল বন্দিরা, প্রকাশ্যে ভিডিয়ো

CCTV Footage: তিহাড় জেলের কারা কর্তৃপক্ষের তরফে সম্প্রতিই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, ছয় জন বন্দি মিলে ঘিরে ধরেছিল তিলু তাজপুরিয়াকে। তাঁর মাথায়, ঘাড়ে, কাঁধে ও গলায় একাধিকবার ছুরির কোপ মারে ওই বন্দিরা।

Tillu Tajpuriya Murder Case: চাদর বেয়ে নামল নীচে, প্রায় ১০০ বার গ্য়াংস্টার তিলু তাজপুরিয়াকে কোপাল বন্দিরা, প্রকাশ্যে ভিডিয়ো
এভাবেই কুপিয়ে খুন করা হয় তিলু তাজপুরিয়াকে।
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 10:05 AM

নয়া দিল্লি: দেশের অন্যতম বড় সংশোধনাগার তিহাড় জেল (Tihar Jail)। দেশের কুখ্যাত জঙ্গি থেকে দুষ্কৃতী, নানা অপরাধে অভিযুক্তরা এই জেলেই বন্দি রয়েছে। এমনকী গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ও তাঁর কন্যা সুকন্যা মন্ডল(Sukanya Mondal)-ও এই জেলেই বন্দি রয়েছেন। হাই প্রোফাইল বন্দিদের রাখার এই জেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে জেলের ভিতরেই ‘গ্য়াং ওয়ার’ (Gang War) ও এক গ্য়াংস্টারের হত্যাকে কেন্দ্র করে। চলতি সপ্তাহের মঙ্গলবার তিহার জেলের ভিতরে খুন হয় গ্যাংস্টার তিলু তাজপুরিয়া (Tillu Tajpuriya)। জেলের অন্দরেই তাঁর এক প্রতিপক্ষ কুপিয়ে খুন করে তিলুকে। এবার প্রকাশ্যে এল সেই সিসিটিভি ফুটেজ (CCTV Footage), যেখানে দেখা গেল কীভাবে কুপিয়ে খুন করা হয়েছিল তিলু তাজপুরিয়াকে। ভিডিয়োয় দেখা যায়, প্রায় ১০০ বার কোপানো হয়েছিল তিলু তাজপুরিয়াকে। 

২০২১ সালে দিল্লির রোহিণী আদালতে অপর এক গ্যাংস্টার জিতেন্দর গোগীকে হত্যায় অন্যতম অভিযুক্ত ছিল তিলু তাজপুরিয়া। ওই অপরাধেই তিহাড় জেলে বন্দি ছিল তিলু। চলতি সপ্তাহের মঙ্গলবার তিহাড় জেলের ভিতরেই, তিলুর প্রতিপক্ষ দলের সদস্য় যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তাঁর উপরে হামলা চালায়। একের পর এক ছুরির কোপ বসানো হয় তিলুর শরীরে। গুরুতর আহত অবস্থায় তিলু তাজপুরিয়াকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

তিহাড় জেলের কারা কর্তৃপক্ষের তরফে সম্প্রতিই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, ছয় জন বন্দি মিলে ঘিরে ধরেছিল তিলু তাজপুরিয়াকে। তাঁর মাথায়, ঘাড়ে, কাঁধে ও গলায় একাধিকবার ছুরির কোপ মারে ওই বন্দিরা। ভিডিয়ো দেখা গিয়েছে, একসঙ্গে ছয়জন মিলে ঘিরে ধরায়, তিলু হামলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলেও, অপর বন্দিরা তাঁর হাত ধরে এবং টেনে হিচ়ড়ে কারাগারের সেলের ভিতর থেকে টেনে বের করে আনে।

পুলিশের তরফে জানানো হয়েছে, তিলু তাজপুরিয়ার প্রতিপক্ষ গোগী গ্যাংয়ের সদস্যরা জেলের দ্বিতীয় তলের সেলে বন্দি ছিল। মঙ্গলবার তাঁরা উপরের তল থেকে চাদর বেয়ে নীচে নেমে আসে এবং তিলুর সেলে চড়াও হয়। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, দুইজন বন্দি চাদর বেয়ে উপরের তল থেকে নীচে নামছে।

উল্লেখ্য, তিলু তাজপুরিয়ার খুনের ঘটনা নিয়ে বিগত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার তিহার জেলের ভিতরে বন্দিদের মধ্যে সংঘর্ষ হল। এর আগে সম্প্রতি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সঙ্গী প্রিন্স তেওয়াতিয়াকেও জেলের ভিতরে খুন করে প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্য়রা।