Indian Metro Rail: লাগবে না ড্রাইভার! এবার চালক ছাড়াই চলবে মেট্রো, বঙ্গে তৈরি হল বৈপ্লবিক প্রযুক্তি

Avra Chattopadhyay |

Jan 07, 2025 | 5:35 PM

Indian Metro Rail: এবার চালকবিহীন মেট্রো তৈরি করে ফেলল টিটাগড় রেল সিস্টেম। সোমবার নিজেদের তৈরি 'মেক-ইন-ইন্ডিয়া' ট্রেনসেট বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দিল এই সংস্থা।

Indian Metro Rail: লাগবে না ড্রাইভার! এবার চালক ছাড়াই চলবে মেট্রো, বঙ্গে তৈরি হল বৈপ্লবিক প্রযুক্তি
প্রতীকী ছবি
Image Credit source: Andrew Woodley/Education Images/UIG via Getty Images

Follow Us

কলকাতা: ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর আমলে ভারতের প্রথম মেট্রোরেল চলেছিল এই কলকাতায়। এর আগে ১৯২১ সালে কলকাতার দুই প্রান্ত জুড়তে বাগমারি থেকে হাওড়ার শালকিয়া পর্যন্ত মেট্রো রেল ছোটানোর পরিকল্পনা করেছিল ব্রিটিশরা। অবশ্য সেই পরিকল্পনা বাস্তবে তৈরি হয়নি ঠিকই। কিন্তু মেট্রো নিয়ে বরাবরের বিপ্লব এই কলকাতাতেই।

এবার চালকবিহীন মেট্রো তৈরি করে ফেলল টিটাগড় রেল সিস্টেম। সোমবার নিজেদের তৈরি ‘মেক-ইন-ইন্ডিয়া’ ট্রেনসেট বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দিল এই সংস্থা। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরও।

সেই অনুষ্ঠান থেকেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে মেট্রো রেলের যোগাযোগ ও উন্নয়নে আমেরিকাকেও ছাপিয়ে যাবে ভারত। ইতিমধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুতেই এক হাজার কিলোমিটার মেট্রো যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বিকাশ আনছে ভারতের এই যোগাযোগ ব্যবস্থায়। তার ফলই এই নতুন প্রযুক্তির চালকহীন মেট্রো।’

এই প্রসঙ্গে টিটাগড় রেল সিস্টেমের ম্য়ানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী বলেন, ‘এই ট্রেনটি অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নির্মিত, যা ট্রেনটি চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে সাহায্য করবে।’

উল্লেখ্য, রেল কোচ ও ট্রেন প্রযুক্তি নির্মাণ সংস্থা রূপেই পরিচিতি টিটাগড় রেল সিস্টেমের। এর আগেও একাধিক বৈপ্লবিক প্রযুক্তির সঙ্গে ভারতীয় রেলের মেলবন্ধন ঘটিয়েছে এই সংস্থা। প্রতি বছর অন্ততপক্ষে ৪০০ কোচ তৈরি হয় এই সংস্থার কারখানায়। এছাড়াও, রেলে নানা যন্ত্রাংশ নির্মাণের কাজও করে থাকে তারা।

Next Article