PM Modi: অভিমানী প্রণব-পুত্রীকে সুখবর জানালেন নরেন্দ্র মোদী

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Jan 07, 2025 | 7:24 PM

Pranab Mukherjee: এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন প্রণব কন্যা। তারপরই সরকারি সূত্র থেকে এসে যায় এই খবর। তাতেই জানা যায়, রাজঘাটের কাছেই প্রণব মুখোপাধ‍্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার।

PM Modi: অভিমানী প্রণব-পুত্রীকে সুখবর জানালেন নরেন্দ্র মোদী
এক্স হ্যান্ডেলে পোস্ট প্রণব কন্যার
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‍্যায়ের স্মৃতিসৌধ বানাতে চলেছে মোদী সরকার। রাজঘাটের কাছেই তৈরি করা হবে এই স্মৃতিসৌধ। প্রণববাবুর কণ‍্যা শর্মিষ্ঠা মুখোপাধ‍্যায়কে জানাল কেন্দ্র সরকার। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগের দিনই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শর্মিষ্ঠা। খানিক ক্ষোভের সুরেই জানান, যে সম্মানের সঙ্গে মনমোহনের শেষকৃত্যু সম্পন্ন হচ্ছে সেই সম্মান প্রণব মুখোপাধ্যায়কে জানানো হয়নি। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। নানা শিবির থেকে উঠে এসেছিল নানা মত। এমতাবস্থায় কেন্দ্রের নয়া সিদ্ধান্ত ঘিরে রাজনীতির আঙিনায় স্বভাবতই শুরু হয়েছে নতুন চর্চা।  

এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন প্রণব কন্যা। তারপরই সরকারি সূত্র থেকে এসে যায় এই খবর। তাতেই জানা যায়, রাজঘাটের কাছেই প্রণব মুখোপাধ‍্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে কোন জমিতে তা হবে তাও ঠিক হয়ে গিয়েছে।  

এই খবরটিও পড়ুন

এ প্রসঙ্গে শর্মিষ্ঠা এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। তাতেই তিনি মোদী সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পোস্টে তিনি লিখছেন, ‘প্রধানমন্ত্রী ডেকেছিলেন। তাঁর সরকার বাবার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের দ্বারা আমরা মুদ্ধ। তাঁকে আমার হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’  

Next Article