শাড়ি পরে আম যাত্রীর মতোই মেট্রোয় চেপে সায়নীর সংসদযাত্রা, দেখুন ছবি

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 28, 2024 | 4:29 PM

Saayoni Ghosh: প্রথমবার সাংসদ হিসাবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ। সংসদের প্রথম দিনের ছবি খুশি খুশি হয়ে ইন্সটাগ্রামে পোস্টও করেছেন। নীল শাড়ি, কপালে বড় টিপ, মাথায় খোঁপা- সংসদের প্রথমদিনে এভাবেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে। 

শাড়ি পরে আম যাত্রীর মতোই মেট্রোয় চেপে সায়নীর সংসদযাত্রা, দেখুন ছবি
সংসদের সামনে সায়নী ঘোষ।
Image Credit source: Instagram

Follow Us

নয়া দিল্লি:  নীল শাড়ি, কাঁধে  ব্যাগ, চোখে কালো চশমা। মেট্রোয় দাঁড়িয়ে থাকা এই বঙ্গললনা কে? একজন সাংসদের যে মেট্রোয় দেখা মিলতে পারে, তা হয়তো আন্দাজও করতে পারেননি কেউ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) দেখা মিলল মেট্রোয়। কোথায় যাচ্ছেন? সংসদে।

এখন আর তাঁর পরিচয় শুধু অভিনেত্রী নয়। নতুন পরিচয়, তিনি লোকসভার সাংসদ। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তবে ক্যামেরার আড়ালে যেমন সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, সাংসদ হয়ে যাওয়ার পরও তাঁর জীবনে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। অতি সাধারণ জীবনযাপনই পছন্দ সায়নীর। সেই কারণেই হয়তো দিল্লির মেট্রোয় দেখা মিলল তৃণমূল সাংসদের।

দিল্লি মেট্রোয় সায়নী ঘোষ।

প্রথমবার সাংসদ হিসাবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ। সংসদের প্রথম দিনের ছবি খুশি খুশি হয়ে ইন্সটাগ্রামে পোস্টও করেছেন। নীল শাড়ি, কপালে বড় টিপ, মাথায় খোঁপা- সংসদের প্রথমদিনে এভাবেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে।

তবে গাড়িতে চেপে কিন্তু সংসদে আসেননি সায়নী। বরং আমজনতার মতোই মেট্রোয় চেপে সংসদে যান সায়নী। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সাংসদ।

প্রচারেও যেমন নিজের ‘অতি সাধারণ’ ইমেজ তুলে ধরেছিলেন সায়নী ঘোষ, সাংসদ হওয়ার পরও তিনি সেই ভাবমূর্তিই বজায় রাখলেন।

Next Article