Malay Ghatak: ফের ED দফতরে হাজিরা এড়ালেন আইনমন্ত্রী, নথি নিয়ে হাজির আইনজীবী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 29, 2023 | 11:48 AM

Malay Ghatak: কয়লা কেলেঙ্কারির মামলায় নাম জড়িয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের। আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন তিনি।

Malay Ghatak: ফের ED দফতরে হাজিরা এড়ালেন আইনমন্ত্রী, নথি নিয়ে হাজির আইনজীবী
মলয় ঘটক

Follow Us

নয়া দিল্লি: ফের একবার ইডি দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার তলব করা হয়েছিল তাঁকে। দিল্লির সদর দফতরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যাননি তিনি। সূত্রের খবর, আইনজীবী মারফত সময় চেয়ে নিয়েছেন তিনি। আরও জানা গিয়েছে, ইডি-র তরফে মলয় ঘটকের কাছে নথি চাওয়া হয়েছিল। আইনজীবী সেই নথি নিয়ে পৌঁছেছেন ইডি অফিস।

বুধবার সকাল ১১ টা নাগাদ ইডি অফিসে যান মলয় ঘটকের আইনজীবী। কয়লা পাচার মামলার অন্যতম তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার সিং-এর সঙ্গে তিনি দেখা করবেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে যখন বারবার সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা, তার মধ্যেই পের একবার তলব করা হয়েছে মলয় ঘটকে। যদিও এ বিষয়ে কিছু বলতে নারাজ আইনমন্ত্রী। গত ২৩ শে মার্চ মলয় ঘটকের আপ্তসহায়ক শংকর চক্রবর্তীকে ইডি তলব করেছিল। শংকর চক্রবর্তী সেই তলব এড়িয়ে যান। এরপর মলয় ঘটককে ইডি তলব করে দিল্লিতে।

এর আগেও একাধিকবার মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছে, তবে বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। মাত্র একবারই দিল্লিতে গিয়েছিলেন মলয় ঘটক। পরে সিবিআই আধিকারিকেরা তাঁর বাড়িতে তল্লাশি চালায়। গত বছরের সেপ্টেম্বর মাসে তল্লাশি চালানো হয়েছিল তাঁর আসানসোলের বাড়িতে। দিনভর তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। পাশাপাশি কলকাতার বাড়িতে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল মন্ত্রীকে। এবার ফের হাজিরা এড়ানোয় মন্ত্রীর জটিলতা বাড়বে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।

Next Article