Derek O’Brien Suspended: ‘অসংসদীয় আচরণ’, ধনখড়ের সঙ্গে তর্কের পরই রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 08, 2023 | 12:24 PM

Parliament Monsoon Session: সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বচসার পরই আজ অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হল ডেরেক ও'ব্রায়েনকে।

Derek OBrien Suspended: অসংসদীয় আচরণ, ধনখড়ের সঙ্গে তর্কের পরই রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ওব্রায়েন
ডেরেক ও'ব্রায়েন।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি:  রাজ্য়সভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে বচসার পরই আজ অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হল ডেরেক ও’ব্রায়েনকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় ক্রমাগত অশান্তি-বিক্ষোভ, সংসদের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন তৃণমূল সাংসদ।

সংসদ সূত্রে জানা গিয়েছে, এ দিন অধিবেশন শুরু হতেই সংসদীয় দলনেতা পীযূষ গয়াল রাজ্য়সভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সাসপেনসনের দাবিতে একটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, “ডেরেক ওব্রায়েন লাগাতার সংসদের অধিবেশনে ব্যাঘাত ঘটাচ্ছেন, চেয়ারের সম্মান রাখছেন না এবং সংসদের কক্ষে অশান্তির সৃষ্টি করছেন।”

এরপরই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানান, অসংসদীয় আচরণ ও চেয়ারের নির্দেশ অমান্য করার জন্য ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হচ্ছে। অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হল।

উল্লেখ্য, সোমবারই রাজ্য়সভার চেয়ারম্যানের সঙ্গে বাদানুবাদ হয় তৃণমূল সাংসদের। জগদীপ ধনখড় ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে নাটক করার অভিযোগ করেন। দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে আলোচনায় ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলে, রাজ্য়সভার চেয়ারম্যান ডেরেক ও’ব্রায়েনকে শুধু দিল্লি অধ্যাদেশ বিল নিয়েই বলতে বলেন। কিন্তু ডেরেক সেই কথা না শুনলে ক্ষুব্ধ হয়ে জগদীপ ধনখড় বলেন, “এটা আপনার অভ্যাসে তৈরি হয়েছে। পরিকল্পনামাফিকই আপনি এই কাজ করছেন। আপনি ভাবছেন, এভাবে বাইরে জনপ্রিয়তা পাবেন, সেই কারণে আপনি সংসদে তাণ্ডব করছেন, কাজকর্ম বিঘ্নিত করছেন। বসুন আপনি।”

Next Article