TMC-AAP: দিল্লিতে এবার অন্য রণকৌশলে তৃণমূল? কেজরীর অনশনরত মন্ত্রীর পাশে মহুয়া মৈত্ররা

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 25, 2024 | 7:16 AM

Trinamool Congress-AAP: এর আগে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদদের যখন গ্রেফতার করা হয়েছিল, তখন মন্দিরমার্গ থানায় তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

TMC-AAP: দিল্লিতে এবার অন্য রণকৌশলে তৃণমূল? কেজরীর অনশনরত মন্ত্রীর পাশে মহুয়া মৈত্ররা
আপনেত্রী আতিশীর সঙ্গে তৃণমূলের তিন সাংসদ।
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের ঐক্যের সুসংহত রূপ তুলে ধরতে এবার আম আদমি পার্টির (AAP) পাশে তৃণমূল কংগ্রেস। দিল্লির জল সমস্যার সমাধানের দাবিতে অনশন করছেন আপ মন্ত্রী আতিশী। সোমবার দিল্লিতে পা রেখেই তৃণমূলের নবনির্বাচিত দুই সাংসদ দেখা করলেন তাঁর সঙ্গে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল দেখা করেন আতিশীর সঙ্গে। অন্যদিকে টানা অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হয় আতিশীর। দিল্লির জলমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

সোমবার দিল্লির জলমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও। আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদদের যখন গ্রেফতার করা হয়েছিল, তখন মন্দিরমার্গ থানায় তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

সোমবার মহুয়ারা যখন আতিশীর পাশে, তখন আপ সাংসদ সঞ্জয় সিংহ বিজেপি ও কেন্দ্র সরকারকে একযোগে নিশানা করে বলেন, দেশে এই মুহূর্তে দু’টি রাজনৈতিক দলকে সবথেকে বেশি উৎপীড়ন সহ্য করতে হচ্ছে। দিল্লিতে আম আদমি পার্টি, বাংলায় তৃণমূল কংগ্রেস।

দিল্লিতে জলসঙ্কট খুবই গভীর সমস্যা। কারণ, জলই জীবন। আর সেই ‘জীবন’ সঙ্কট তৈরি হলে, তা কখনওই অনুকূল পরিস্থিতি ধরে রাখতে পারে না। দিল্লির জলমন্ত্রী আতিশী তারই প্রতিবাদে অনশনে বসেছেন। সোমবার ছিল তার চতুর্থ দিন। তবে নতুন সরকারের প্রথম লোকসভা অধিবেশনের প্রথম দিনই তৃণমূল সাংসদদের আপ নেত্রীর পাশে দাঁড়ানো, খুবই তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন, শুধু সংসদে নয়, সংসদের বাইরেও এবার তৃণমূল সক্রিয়তা বাড়াবে। বিভিন্ন বিরোধী দলগুলির লড়াইয়ে পাশে থেকে বার্তা দেবে এনডিএকে।

Next Article