Mahua Moitra: ‘অপরাধমূলক তদন্তের অধিকার নেই এথিক্স কমিটির’, হিরানন্দানিকেও জেরার দাবি মহুয়ার

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 01, 2023 | 10:57 AM

Cash for Query Row: হিরানন্দানিকে প্রশ্ন করার প্রসঙ্গে মহুয়া লেখেন, "আমি অন রেকর্ড বলছি যে কমিটি যেন আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে মুখোমুখি প্রশ্ন করে। কমিটি আমার এই দাবি মানবে কি না, তাও যেন লিখিতভাবে জানানো হয়।"

Mahua Moitra: অপরাধমূলক তদন্তের অধিকার নেই এথিক্স কমিটির, হিরানন্দানিকেও জেরার দাবি মহুয়ার
মহুয়া মৈত্র।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: খাড়ার মুখে সাংসদ পদ। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মারাত্মক অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখছে লোকসভার এথিক্স কমিটি (Lok Sabha Ethics Committee)। আগামিকাল, ২ নভেম্বর এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন মহুয়া মৈত্র। তবে একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি, যার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তাঁকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

বুধবার এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানা, ২ নভেম্বর, বৃহস্পতিবার তিনি এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন প্যানেলের নির্দেশ মতো। দুই পাতার চিঠি শেয়ার করে তিনি দাবি করেন, ব্যবসায়ী দর্শন হিরানন্দানি যিনি হলফনামায় দাবি করেছেন যে মহুয়ার বিরুদ্ধে সংসদের লগ ইন আইডি দিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য, তাঁকেও যেন প্রশ্ন করা হয়।

তিনি টুইটে লেখেন, “যেহেতু এথিক্স কমিটি মনে করেছে যে আমাকে পাঠানো সমন সংবাদমাধ্যমে প্রকাশ করা যায়, তাই আমার মনে হয় আগামিকালের শুনানির আগে কমিটিকে পাঠানো আমার চিঠিও জনসমক্ষে প্রকাশ করা উচিত।”

হিরানন্দানিকে প্রশ্ন করার প্রসঙ্গে মহুয়া লেখেন, “আমি অন রেকর্ড বলছি যে কমিটি যেন আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে মুখোমুখি প্রশ্ন করে। কমিটি আমার এই দাবি মানবে কি না, তাও যেন লিখিতভাবে জানানো হয়।”

একইসঙ্গে বিজেপি সাংসদ রমেশ বিদুরির ইস্যুতে প্রিভিলেজ এবং এথিক্স কমিটির পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। রমেশ বিদুরিকে ঘৃণামূলক মন্তব্যের তদন্তে তলব করা হলেও, পরে তাঁর ইচ্ছামতো দিনেই হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এটিকে সংসদের “ডবল স্ট্যান্ডার্ড” বলেই অ্যাখ্য়া দেন তিনি।

সর্বোপরি এথিক্স কমিটির এই ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের ঘটনায় আদৌ আইনত তদন্তের এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া।

Next Article