Saugata Roy: সৌগতর উপর ক্ষুব্ধ তৃণমূল? কী হল হঠাৎ

Jyotirmoy Karmokar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2024 | 11:52 PM

Saugata Roy:সোমবার কালীঘাটের বৈঠকের পর গত বুধবার তৃণমূল সংসদীয় দলের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল,দলের অনুমতি ছাড়া কেউ কোন মুলতবি প্রস্তাব জমা দিতে পারবেন না। সূত্রের খবর, সৌগত সেই অনুমতি নেননি। আগে থেকেই বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিয়েছেন। যার জেরেই ক্ষুব্ধ নেতৃত্ব।

Saugata Roy: সৌগতর উপর ক্ষুব্ধ তৃণমূল? কী হল হঠাৎ
সৌগত রায়, সাংসদ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দলীয় নির্দেশকে অমান্য। সূত্রের খবর, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপর ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের অনুমতি না নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিয়েছেন সৌগত রায়।

সোমবার কালীঘাটের বৈঠকের পর গত বুধবার তৃণমূল সংসদীয় দলের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল,দলের অনুমতি ছাড়া কেউ কোন মুলতবি প্রস্তাব জমা দিতে পারবেন না। সূত্রের খবর, সৌগত সেই অনুমতি নেননি। আগে থেকেই বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিয়েছেন। যার জেরেই ক্ষুব্ধ নেতৃত্ব।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় সবচেয়ে বড় ইস্যু হল বাংলাদেশ। পড়শি দেশের অশান্তির আঁচ পড়ছে এখানেও। বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকা কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বলেন, “ভারতের অবস্থান খুব পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই। নিরাপত্তার দায়িত্বও নিতে হবে।” এ দিকে, বাংলাদেশের অবস্থান যেহেতু বাংলা লাগোয়া, ফলে সেদেশের অস্থিরতার প্রভাব এ রাজ্যে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছেন, এই নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই মানবে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সৌগতর ভূমিকায় নিতান্তই বাড়াচ্ছে জল্পনা।

Next Article