নয়া দিল্লি: রাজ্যসভায় বাদল অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। সূত্রের খবর, সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ সাংসদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি করতে হয়েছে তৃণমূলের এই সাংসদকে। যদিও কী কারণে এমনটা হল তা এখনও জানা যায়নি হাসপাতাল সূত্রে।
যদিও হাসপাতাল সূত্রে খবর, খুব গুরুতর কিছু হয়নি এই তৃণমূল সাংসদের। খুব সম্ভবত, রক্তচাপ জনিত সমস্যার কারণে তিনি জ্ঞান হারিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে এটুকুই জানা গিয়েছে।
সবিস্তারে আসছে…