TMC Dharna: কেন্দ্রের বিরুদ্ধে আরও জোরাল প্রতিবাদ, সংসদ ভবন চত্বরে ধরনায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 27, 2023 | 4:46 PM

আগামী ২৯ মার্চ, রামনবমীর আগের দিন সংসদ ভবন চত্বরে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা।

TMC Dharna: কেন্দ্রের বিরুদ্ধে আরও জোরাল প্রতিবাদ, সংসদ ভবন চত্বরে ধরনায় তৃণমূল
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কলকাতার পাশাপাশি দিল্লিতেও ধরনায় বসছে তৃণমূল (TMC)। আগামী ২৯ মার্চ সংসদ ভবন চত্বরে ধর্নায় (Dharna) বসবেন তৃণমূল সাংসদরা (TMC MPs)। আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে প্রাপ্য টাকা না দেওয়া এবং আদানি, এলআইসি, এসবিআই সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এবার সংসদ ভবন চত্বরে (Parliament) ধরনায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা একযোগে সংসদ ভবন চত্বরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবেন। সোমবার তৃণমূলের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ ও ৩০ মার্চ দু-দিন ব্যাপী কলকাতায় ধরনায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত, রাজ্যেকে প্রাপ্য না দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী হিসাবেই ধরনায় বসবেন বলে জানিয়েছেন মমতা। তাঁর সঙ্গে একই ইস্যুতে দিল্লিতে ধরনা কর্মসূচি নিয়েছেন তৃণমূল সাংসদরা। বলা যায়, কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝ বাড়িয়ে কলকাতায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনায় বসবেন, তখন প্রতিবাদ আরও জোড়াল করে তুলতে একেবারে দিল্লিতে সংসদ ভবন চত্বরে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা। তবে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দু-দিন ধরনা কর্মসূচি নিলেও দিল্লিতে তৃণমূল সাংসদরা কেবল প্রথমদিন অর্থাৎ ২৯ মার্চ ধরনায় বসবেন।

প্রসঙ্গত, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরু থেকেই আদানি সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হয়ে উঠেছে সংসদ। প্রায় প্রতিদিনই মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন। সম্প্রতি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ঘটনায় আরও উত্তাল হয়ে উঠেছে সংসদ। যদিও এতদিন কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের সঙ্গে একযোগে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। একলা চলো নীতি নিয়ে এককভাবেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। তবে এদিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ইস্যুতে কংগ্রেসের সঙ্গে ‘ব্ল্যাক’ প্রতিবাদেও সামিল হয়েছে তৃণমূল।

গত ২১ মার্চ, মঙ্গলবার পুরী যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হিসাবেই ধরনায় বসবেন জানিয়ে মমতা বলেন, “১০০ দিনের কাজ করার পরেও টাকা পাইনি। আবাসের টাকা দেয়নি। ৫৫ লক্ষ বাড়ির টাকা পড়ে রয়েছে রাস্তার টাকাও ছাড়েনি। ১২ হাজার গ্রামীণ নতুন রাস্তা করছি নিজেদের টাকায়। এবারের বাজেটেও বাংলা কিছু পায়নি। কেন বাংলা কিছু পাবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে শংসাপত্র পেয়েছে। তারপরেও কেন বঞ্চনার শিকার হবে। বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে, বাংলাকে লাঞ্ছনা করার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব, একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি ধরনায় বসব। ২৯ মার্চ দুপুর ১২টায় আম্বেদকর মূর্তির সামনে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ধরনায় বসব। ৩০ তারিখও সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরনা চলবে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।” প্রতিটি ব্লক থেকে জেলায় আন্দোলন চলবে বলেও জানান তিনি।

Next Article