Abhishek Banerjee: বুধে অভিষেকের নেতৃত্বে দিল্লির রাস্তায় ধরনায় তৃণমূল সাংসদরা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 03, 2023 | 11:22 PM

সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে কেন্দ্রীয় গ্রামন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্ত্রকের সামনে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা।

Abhishek Banerjee: বুধে অভিষেকের নেতৃত্বে দিল্লির রাস্তায় ধরনায় তৃণমূল সাংসদরা
দিল্লিতে ধরনায় বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Follow Us

নয়া দিল্লি: ফের ধরনায় বসতে চলেছে তৃণমূল। এবার ১০০ দিনের কাজে (100 Days work) বকেয়া টাকার দাবিতে দিল্লির রাস্তায় ধরনায় বসবেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। অভিষেকের সঙ্গে তৃণমূলের অন্যান্য সাংসদরাও ধরনা প্রদর্শন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) মন্ত্রকের সামনেই তাঁরা ধরনায় বসবেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং দফতরগুলি বন্ধ। সেজন্য বুধবার সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে কেন্দ্রীয় গ্রামন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্ত্রকের সামনে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ধরনায় বসবেন তাঁরা। রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধরনা চলবে। দিল্লির রাস্তায় গ্রামন্নোয়ন মন্ত্রকের সামনেই ধরনায় বসা হবে। সংসদের দুই কক্ষের তৃণমূল সাংসদরা এই ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন।”

প্রসঙ্গত, ৩ দিনের সফরে রবিবার রাতেই দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি খোদ দিল্লিতে বসে রাজ্যের বকেয়া নিয়ে সরব হওয়ার কর্মসূচি নিয়েই তাঁর এই সফর বলে সূত্রের খবর। বুধবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলেও শোনা গিয়েছিল। তৃণমূলের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু, সেই বৈঠকের আগেই নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব।

কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে গত ২৯ ও ৩০ মার্চও কলকাতায় দু-দিন ব্যাপী ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ধরনামঞ্চে সামিল ছিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, ২৯ মার্চ দিল্লিতে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের ধরনায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা।

Next Article