দাম নিয়ন্ত্রণে বড় ব্যবস্থা কেন্দ্রের, শুক্রবারের মধ্যেই মিলতে পারে সাশ্রয়ী মূল্যের টমেটো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 12, 2023 | 7:57 PM

Tomato Price hike: যে যে এলাকায় টমেটোর মূল্য মাত্রাছাড়া, সেই সব এলাকায় ওই টমেটো বিতরণ করতে বলা হয়েছে। এর ফলে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যে দিল্লি রাজধানী এলাকা এবং অন্যান্য জায়গায় কম দামের টমেটো পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

দাম নিয়ন্ত্রণে বড় ব্যবস্থা কেন্দ্রের, শুক্রবারের মধ্যেই মিলতে পারে সাশ্রয়ী মূল্যের টমেটো
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: জ্বালানির দামের সঙ্গে তুলনা চলছে টমেটোর দামের। গত কয়েক সপ্তাহ ধরেই ১০০ টাকার উপরে রয়েছে প্রতি কেজি টমেটোর দাম। এই অবস্থায় টমেটোর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং মহারাষ্ট্র থেকে টমেটো সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে যে এলাকায় টমেটোর মূল্য মাত্রাছাড়া, সেই সব এলাকায় ওই টমেটো বিতরণ করতে বলা হয়েছে। এর ফলে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যে দিল্লি রাজধানী এলাকা এবং অন্যান্য জায়গায় কম দামের টমেটো পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে খুচরা বাজারে টমেটোর দাম পর্যালোচনা করা হয়েছে। যে যে এলাকায় দাম মাত্রাছাড়া ছিল, সেই এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলিতেই এই কম দামের টমেটো বিক্রি করা হবে। এলাকাগুলি চিহ্নিত করার সময় প্রক্রিয়াকরণের খরচও বিবেচনা করা হয়েছে। ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই টমেটো উৎপাদন হয়। তবে, দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশই আসে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে। এই এলাকার রাজ্যগুলির উদ্বৃত্ত পণ্যেই ভারতের অন্যান্য অংশে টমেটোর চাহিদা পূর্ণ হয়। সরকার জানিয়েছে, বর্তমানে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্র প্রদেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় টমেটো সরবরাহ করা হচ্ছে । দিল্লি এবং আশেপাশের শহরে আসছে হিমাচল প্রদেশ এবং কর্নাটকের টমেটো। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে শিগগিরই নতুন ফসল আসবে বলে আশা করা হচ্ছে। ফলে অদূর ভবিষ্যতেই টমেটোর দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উপভোক্তা বিষয়ক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে টমেটো ফলনের সময় ভিন্ন ভিন্ন। তবে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টমেটোর সবথেকে বেশি ফলন হয়। জুলাই-অগস্ট এবং অক্টোবর-নভেম্বরে ফলন এমনিতেই কম হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার মরসুম। ফলে দেশের বিভিন্ন স্থানে টমেটো পৌঁছে দেওয়াটাও অসুবিধার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাল পরিবহণের সময় অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে। পরিবহণের সময়ের এই ক্ষয়ক্ষতির ফলে দাম আরও বেড়েছে। তবে মূল্য বৃদ্ধির প্রাথমিক কারণ অবশ্যই স্থআন ভেদে টমেটো বপন ও ফসল কাটার সময়ের ভিন্নতা। তার সঙ্গে যুক্ত হয়েছে, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির মতো বিষয়। এর ফলেই টমেটোর দাম আকস্মিকভাবে বেড়েছে।

Next Article