নয়াদিল্লি: রাশিয়ার ইউক্রেন আক্রমণ এক বছর পার করেছে। তার পরও ইউরোপের দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ থামেনি। এখনও ইউক্রেনের বিভিন্ন এলাকায় আক্রমণ চালাচ্ছে রুশ সেনাবাহিনী। আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া থেকে অস্ত্র সাহায্য নিয়ে রুশ হামলা মোকাবিলার করে যাচ্ছে ইউক্রেন। এই পরিস্থিতিতেই ভারতে আসছেন ইউক্রেনের শীর্ষ স্থানীয় এক মন্ত্রী। গত বছর রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই প্রথম সে দেশের কোনও মন্ত্রী ভারতে আসবেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী এমিনে ঝাপারোভা সোমবার আসবেন ভারতে। চার দিনের ভারত সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী। পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে মানবিক সাহায্যের জন্যও আবেদন জানাবেন।
ভারতে এসে ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী ঝাপারোভা ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীণাক্ষী লেখি এবং জাতীয় নিরাপত্তার ডেপুটি উপদেষ্টা বিক্রম মিস্রির সঙ্গে বৈঠক করবেন। এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনের সঙ্গে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতার সম্পর্ক রয়েছে ভারতের। গত ৩০ বছর ধরে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিরক্ষায় দুদেশের মধ্যে আদানপ্রদান চলে। দুদেশের মধ্যে বোঝাপড়া ও সম্পর্ককে জোরদার করতে ইউক্রেনের মন্ত্রীর এই সফর।”
ভারত সফরে এসে ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী মানবিক সাহায্য এবং রাশিয়ান সেনার হামলায় ইউক্রেনের বিভিন্ন ক্ষেক্রে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতির জন্য সাহায্য চাইতে পারেন।
রাশিয়া ও ইউক্রেনের এই দ্বন্দ্বে সরাসরি কোনও পক্ষ নেয়নি ভারত। যুদ্ধ থামানোর আবেদন করলেও পুরনো বন্ধু রাশিয়ার বিরুদ্ধে যায়নি ভারত। এমনকি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত। আবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ওষুধ, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সাহায্য পাঠিয়েছে। যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে।