Bihar Train Accident: উপড়ে গিয়েছে ট্রাক, ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরা, করমণ্ডলের স্মৃতি উসকে দিচ্ছে বিহারের দুর্ঘটনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2023 | 9:19 AM

North East Express Derailed: মধ্য়রাতে পূর্ব-মধ্য় রেলওয়ের তরফে জানানো হয়, উদ্ধারকাজ শেষ হয়েছে। চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৭০ জন। তাদের উদ্ধার করে আশেপাশের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত যারা, তাদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

Bihar Train Accident: উপড়ে গিয়েছে ট্রাক, ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরা, করমণ্ডলের স্মৃতি উসকে দিচ্ছে বিহারের দুর্ঘটনা
সকালে দুর্ঘটনাস্থলের চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পটনা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। এরইমধ্যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয় দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস।  দুর্ঘটনায় এখনও অবধি ৪ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৭০ জন। এদের মধ্যে প্রায় ৩০ জন যাত্রীর অবস্থা সঙ্কটজনক। গতকাল রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এ দিন সকালে শুরু হল রেললাইন মেরামতির কাজ। এদিকে, রেল দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রুট পরিবর্তনও করা হয়েছে বিভিন্ন ট্রেনের।

বুধবার রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনার মুখে পড়ে নর্থ ইস্ট এক্সপ্রেস। লাইনচ্য়ুত হয়ে যায় ট্রেনটি। একটি কামরার উপরে উঠে যায় আরেকটি কামরা। ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যে চিত্রটা দেখা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যই দেখা গেল বিহারের বক্সারে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে রেলের তরফে জানানো হয়েছিল, ৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই দেখা যায়, গোটা ট্রেনটিই লাইনচ্যুত হয়েছে। একটি কামরাও ট্রাকের উপরে অক্ষত অবস্থায় নেই। কিছু কামরা গড়িয়ে পড়েছে রেললাইনের পাশের ট্রাকে। আবার কয়েকটি কামরা বেঁকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের বগির নীচ থেকে চাকা ভেঙে পাশে পড়ে থাকতেও দেখা যায়। উপড়ে গিয়েছে রেললাইনও।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল। তদন্ত শেষের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। তবে রেল আধিকারিকরা জানিয়েছেন, ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে পারত। অল্পের জন্য় সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের ২১টি কামরাই লাইনচ্যুত হলেও, হতাহতের সংখ্যা কম। যেভাবে কামরাগুলি উল্টে গিয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।

মধ্য়রাতে পূর্ব-মধ্য় রেলওয়ের তরফে জানানো হয়, উদ্ধারকাজ শেষ হয়েছে। চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৭০ জন। তাদের উদ্ধার করে আশেপাশের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত যারা, তাদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে। গোটা বিষয়টির উপরে নজর রাখছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এ দিন ভোরেই রেলের তরফে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। অন্যদিকে, দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। গতকালই ২টি ট্রেন বাতিল ও ২১টি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এদিন আপ ও ডাউন লাইন মিলিয়ে আরও কিছু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করে দেওয়া হল। যে ট্রেনগুলির রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার মধ্যে হাওড়াগামী পূর্বাগামী এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, তেজস রাজধানী এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

Next Article