Lucknow Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর-ট্রলি, জলে ডুবে মৃত্যু ৯ পুণ্যার্থীর, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 26, 2022 | 9:51 PM

Lucknow Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর-ট্রলি পড়ে মৃত ৯। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Lucknow Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর-ট্রলি, জলে ডুবে মৃত্যু ৯ পুণ্যার্থীর, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছবি সৌজন্যে : ANI

Follow Us

লখনউ : ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে। সোমবার সীতপুর থেকে লখনউ যাচ্ছিল পুণ্যার্থী বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি। সেখানে ছিলেন প্রায় ৪৬ জন যাত্রী। লখনউতে ইতাউঞ্জা থেকে কুমরাওয়ান মেইন রোডে এই ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৯ জন। বাকি ৩৬ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী ইতাউঞ্জা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার ৪৬ জন যাত্রী নিয়ে সীতাপুর থেকে লখনউয়ের উদ্দেশে যাচ্ছিল ট্রাক্টর-ট্রলিটি। কুমরাওয়ান যাওয়ার পথে ইতাঞ্জুয়া এলাকায় মেইন রোডে পিছলে যায় এই যাত্রী বোঝাই ট্রাক্টর-ট্রলি। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ৯ জন। মৃতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা এবং রয়েছেন দুই তরুণীও। আর বাকি ৩৬ জন যাত্রীকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

দুর্ঘটনার পর লখনউয়ের জেলাশাসক সূর্যপাল জানওয়ার বলেছিলেন, ‘৩৪ জনকে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের ইতাঞ্জুয়া কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।’

Next Article