Gaya Train Engine: মাঠের মধ্যে ইঞ্জিন, ট্রেন দিয়ে হবে জমি চাষ? তাজ্জব ব্যাপার

Sep 15, 2024 | 6:42 PM

Gaya Train Engine: গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়, গয়ার রঘুনাথপুর গ্রামে বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মাঠের মধ্যে ট্রেনের ইঞ্জিন এল কোথা থেকে? উজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মধ্যে পড়ে ওই গ্রাম। ওই সন্ধ্যায় গ্রামবাসীরা হঠাৎ দেখেন, মাঠের মাঝে পড়ে রয়েছে একটি ইঞ্জিন। অনেকে বলছেন, ট্রেন দিয়েই নাকি চাষাবাদ করা হচ্ছে।

Gaya Train Engine: মাঠের মধ্যে ইঞ্জিন, ট্রেন দিয়ে হবে জমি চাষ? তাজ্জব ব্যাপার
মাঠের মধ্যে দাঁড়িয়ে রেলের ইঞ্জিন
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: মাঠের মাঝে পড়ে রয়েছে একটি ট্রেনের ইঞ্জিন! অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন বিহারের গয়ার বাসিন্দারা। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়, গয়ার রঘুনাথপুর গ্রামে বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মাঠের মধ্যে ট্রেনের ইঞ্জিন এল কোথা থেকে? উজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মধ্যে পড়ে ওই গ্রাম। গ্রামের পাশ দিয়েই গিয়েছে রেল লাইন। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লাইনচ্যূত হয় লোকোমোটিভ ইঞ্জিনটি। তারপর পাশের মাঠে পড়ে যায় ইঞ্জিনটি। তবে, এই ঘটনায় কারও হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, ইঞ্জিনটির সঙ্গে কোনও কোচ সংযুক্ত ছিল না। শুধুমাত্র ইঞ্জিনটিই লুপ লাইন ধরে গয়ার দিকে যাচ্ছিল। পথে রঘুনাথপুর গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনে বাইরে চলে যায় এবং লাইনের পাশের মাঠে পড়ে যায়। ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার পর, মাঠের মাঝখানে পড়ে থাকা ইঞ্জিনটিকে ঘিরে ভিড় জমে যায়। এক ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন গ্রামবাসীরা। ইঞ্জিনটি কীভাবে লাইন থেকে পিছলে মাঠে চলে এল, তা বোঝার চেষ্টা করছেন।


মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এই ছবি নিয়ে তৈরি হয়েছে মিমও। সেই মিমে দাবি করা হয়েছে এখন চাষবাসের জন্য ভারতে ট্রেন ব্যবহার করা হচ্ছে। পরে অবশ্য রেলওয়ের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ট্রেনটিকে রেললাইনে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে, রবিবার দুপুর পর্যন্ত তারা সেই কাজে সফল হয়নি বলেই জানা গিয়েছে। এই অদ্ভুত ঘটনার বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Next Article