Train accident avarted: রেললাইনের উপর পড়ে গাছের গুঁড়ি, চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 08, 2023 | 7:02 PM

Train accident avarted: সঠিক সময়ে লোকো পাইলট ট্রেনটি না থামালে এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর না দিলে যে বড় দুর্ঘটনা ঘটতে পারত, তা বলা বাহুল্য।

Train accident avarted: রেললাইনের উপর পড়ে গাছের গুঁড়ি, চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন
রেললাইনের উপর পড়ে গাছের গুঁড়ি।

Follow Us

চেন্নাই: রেললাইনের (Railway track) উপর পড়ে রয়েছে নারকেল, গাছের গুঁড়ি। আর ওই লাইন দিয়েই দ্রুত গতিতে আসছে যাত্রীবাহী একটি ট্রেন। বরাতজোরে ট্রেনের চালক যথাসময়ে রেললাইনের উপর গাছের গুঁড়ি দেখতে পান এবং ট্রেনটি থামিয়ে দেন। ফলে রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। এবার ঘটনাস্থল তামিলনাড়ুর (Tamilnadu) থিরুনিনদ্রাভুর। ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সবে এক সপ্তাহ পেরিয়েছে। এখনও সেই দুর্ঘটনার আতঙ্ক কাটেনি। এর মধ্যে এক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেনটি। ঘটনাটি চালকের নজরে না এলে যে আরও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিল ভারতীয় রেল, তা বলা বাহুল্য।

রেল সূত্রে জানা গিয়েছে, রেললাইনের উপর গাছের গুঁড়ি পড়ে থাকার ঘটনাটি দেখতে পেয়েই লোকো পাইলট তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন তিনি। তারপর রেলকর্মী ও রেল আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন এবং রেললাইনের উপর থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলেন। এরপরই পুনরায় ট্রেনটি চালু হয় এবং গন্তব্যে পৌঁছয়। সঠিক সময়ে লোকো পাইলট ট্রেনটি না থামালে এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর না দিলে যে বড় দুর্ঘটনা ঘটতে পারত, তা বলা বাহুল্য।

কিন্তু, রেললাইনের উপর নারকেল, গাছের গুঁড়ি এল কোথা থেকে? এমন প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে রেল জানতে পেরেছে, সেন্থিল নামে থিরুনিনদ্রাভুরের এক বাসিন্দা নিজের বাড়ির নারকেল গাছ কেটেছিলেন। তারপর গুঁড়ি সমেত সেই গাছ রেললাইনের পাশে ফেলে রেখে দিয়ে যান তিনি। এরপর কীভাবে সেগুলি একেবারে রেললাইনের উপর চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্বত্তরা একাজ করে থাকতে পারে বলে রেলের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

Next Article