Video: রাতের অন্ধকারে বাল্ব চুরি, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড এসআই

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 16, 2022 | 9:28 PM

Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাল্ব চুরি করছেন উত্তর প্রদেশের এক পুলিশ। তারপরই তাঁর বিরুদ্ধে তদন্ত করে সাসপেন্ড করা হয় তাঁকে।

Video: রাতের অন্ধকারে বাল্ব চুরি, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড এসআই
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

লখনউ: কয়েকদিন আগেই উত্তর প্রদেশের কানপুরের এক পুলিশকে রাস্তায় ঘুমিয়ে থাকা এক ব্যক্তির কাছে থেকে ফোন চুরি করতে দেখা গিয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর প্রদেশে ফের একটি চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। মোবাইলের পর এবার বাল্ব চুরি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার দোকানের লাইট বাল্ব চুরি করছেন এক পুলিশ আধিকারিক। সেই আধিকারিককে সাব ইনস্পেক্টর রাজেশ ভার্মা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, গত ৭ অক্টোবর এই ঘটনা ঘটে। শহরে দশেরার মেলার দিন রাতে টহলদারির ডিউটি ছিল সাব-ইনস্পেক্টর রাজেশ ভার্মার। সেই মোতাবেক ডিউটিতেও যান তিনি। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বন্ধ দোকানের সামনে থেকে বাল্ব খুলে পকেটে ভরে নিলেন সেই সাব-ইনস্পেক্টর। আর এই ভিডিয়োটিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিষয়টি গোচরে আসে উত্তর প্রদেশ পুলিশের। অভিযুক্ত পুলিশকে শনাক্ত করে সাসপেন্ড করা হয়।

প্রয়াগরাজের এসএসসি শৈলেশ কুমার পান্ডে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তেই সামনে আসে এই চুরির ঘটনা সত্যি। এই তদন্তের পরই ভার্মাকে সাসপেন্ড করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয়। এদিকে জানা গিয়েছে, সদ্যই পদোন্নতি হয়েছে ভার্মার। এবং গত আটমাস ধরে প্রয়াগরাজের ফুলপুর পুলিশ স্টেশনে তিনি কর্মরত ছিলেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় উত্তর প্রদেশ পুলিশের এই কাজ ঘোরাঘুরি করতেই সরব হয়েছেন অনেকেই। এবং এই ঘটনায় স্বভাবতই লজ্জায় পড়েছে উত্তর প্রদেশ পুলিশ। এদিকে কিছুদিন আগেই কানপুরের মহারাজপুর এলকায় এক কানপুর পুলিশের মোবাইল চুরির ঘটনা প্রকাশ্যে আসে। সেখানে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করতে দেখা যায় এক পুলিশকে। এই ঘটনাও প্রকাশ্যে আসতেই কনস্টেবল প্রাগেশ সিংকে সাসপেন্ড করা হয়েছিল। এবারও বাল্ব চুরির অপরাধে সাসপেন্ড হলেন সাব-ইনস্পেক্টর।

Next Article