Vande Bharat Train: ট্রায়াল রানেই চমকে দিল বন্দে ভারত, ঘণ্টায় গতি ছুঁল ১৮০ কিমি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 27, 2022 | 12:31 PM

Vande Bharat Express: রেলমন্ত্রক জানিয়েছে, ট্রায়াল রান শেষ হওয়ার পর এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট পাঠানো হবে রেলওয়ে সেফটি কমিশনারকে। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলেই নতুন পথে ছুটবে এই ট্রেন।

Vande Bharat Train: ট্রায়াল রানেই চমকে দিল বন্দে ভারত, ঘণ্টায় গতি ছুঁল ১৮০ কিমি

Follow Us

নয়া দিল্লি: সাফল্যের নতুন পালক ভারতীয় রেলের মুকুটে। ট্রায়াল রানেই বাজিমাত করল বন্দে ভারত। তৈরি করল রেকর্ড। শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয় ট্রেনটি। সেখানেই প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটারের গতি পার করেছে তা। নিঃসন্দেহে ভারতীয় রেলের কাছে তা অত্যন্ত গর্বের। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ট্রায়ালের একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করে লেখেন, ‘বন্দে ভারত কোটা থেকে নাগরা পর্যন্ত স্পিড ট্রায়াল শুরু হয়েছে। ঘণ্টায় যার গতি ১২০/১৩০/১৫০ ও ১৮০।’ সূত্রের খবর, তৃতীয় বন্দে ভারতের রুট হতে পারে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের মাঝখানে।

একেবারেই দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই বন্দে ভারত ট্রেন। শতাব্দী এক্সপ্রেসে যে সংখ্যক যাত্রী ধরে, বন্দে ভারতও সেই সংখ্যক যাত্রী পরিবহণে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেন আত্মনির্ভর ভারতের মূর্ত প্রতীক বলেই দাবি রেলমন্ত্রকের। চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হয়েছে এই ট্রেন। এই ট্রেনের ব্রেকিং সিস্টেমে বিশেষ নজর দেওয়া হয়েছে। ‘পাওয়ার কনসামশন’ কমিয়ে যাতে এর ব্যবহার সম্ভব হয় সেদিকেই নজর দিয়েছে আইসিএফ। শুধু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারই নয়, বন্দে ভারতে যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বচ্ছন্দ্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রেলমন্ত্রক জানিয়েছে, ট্রায়াল রান শেষ হওয়ার পর এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট পাঠানো হবে রেলওয়ে সেফটি কমিশনারকে। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলেই নতুন পথে ছুটবে এই ট্রেন। এটি হবে তৃতীয় রুটে ছোটা বন্দে ভারত। ইতিমধ্যেই দু’টি রুটে এই ট্রেন চলে। একটি নয়া দিল্লি-বারাণসী, দ্বিতীয়টি নিউ দিল্লি-কাটরা। কোটা ডিভিশনে ইতিমধ্যেই একাধিক ট্রায়াল হয়েছে।

ফেজ ওয়ান ট্রায়াল হয়েছে কোটা থেকে ঘাট কা বারানা। ঘাট কা বারানা থেকে কোটা অবধি হয়েছে দ্বিতীয় ট্রায়াল। রেল সূত্রে খবর, কুরলসি-রামগঞ্জ মাণ্ডি রুটেও একাধিক ট্রায়াল হয়েছে। এই ট্রায়াল চলাকালীন ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতি ছুঁয়েছে বন্দে ভারতের। এটি সেমি-হাই স্পিড ট্রেন।

Next Article