Tribal Family: পিছিয়ে পড়া পরিবারেও পৌঁছে যাবে ‘ডিজিটাল শিক্ষা’র আলো, বড় উদ্যোগ কেন্দ্রের
Tribal Family: শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, ওই শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রেও নজর দেওয়া হবে। এই উদ্যোগে ১০ কোটি টাকা খরচ করবে কোল ইন্ডিয়া। কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, দেখে নিন একনজরে।

নয়া দিল্লি: ছত্তিসগঢ়ের আদিবাসী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে যৌথভাবে কাজ করছে কোল ইন্ডিয়া। ৬৮টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে সাহায্য করবে কেন্দ্র। তাতে উপকৃত হবে ২৮০০০ পড়ুয়া।
পিছিয়ে পড়া আদিবাসী পরিবারের পরিবারের পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ পায়, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের কোনও অসুবিধা হবে না।
শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, ওই শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রেও নজর দেওয়া হবে। এই উদ্যোগে ১০ কোটি টাকা খরচ করবে কোল ইন্ডিয়া। কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, একনজরে:
1. ৩২০০টি কম্পিউটার ও ৩০০টি ট্যাবের ব্যবস্থা করা হচ্ছে।
2. ১২০০টি স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে।
3. ছাত্র-ছাত্রীদের মেন্টরশিপের ব্যবস্থা থাকবে।
4. আইআইটি, আইআইএম, এনআইটি-র প্রবেশিকার জন্য পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
সব মিলিয়ে আধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র ও কোল ইন্ডিয়া। ডিজিটাল শিক্ষা পদ্ধতির সঙ্গে যে দূরত্ব আছে, তা মেটানোর চেষ্টা হবে। চাকরির জন্য মানসিকভাবেও প্রস্তুত করা হবে। ন্যাশনাল শিডিউল ট্রাইবস ফিনান্স অ্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে এই উদ্যোগ কার্যকর করা হবে।
